পাতা:কৌত্তক বিলাস.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, কৌত্তক বিলাস । وا8N কালে গোপাল সে সভায় যায় ॥দেখিয়া কৌত্তকি রাজা হয় অধোমুখ। গোপাল কহিছে রায় আজি কিবা দুঃখ ৷ কত মত রঙ্গভঙ্গ করে নৃপসঙ্গে। তুষানল সে সকল দহে তার অঙ্গে ৷ খেদে রাজ বলে মোর ভাল নাহি লাগে এর পর যেতে হবে শমনের আগে ৷ হেন নিদাৰূণ কথা শুনিয়া গোপাল কর যোড়ে কহে কথা য হয় রসাল। কহে সদানন্দ ভমি বুদ্ধে বৃহস্পতি। বল কি ভবন ভব হয়েছে উৎপতি । শুনি রাজা সবিশেষ বলেন তখন ৷ পয়ার প্রবন্ধে শ্যাম কহেন কারণ ॥ দ্বিজের বিশেষ ভূপতিবলে। অমনিভাসিছে নয়ন জলে বলে কি কহিব তোমারে আর ব্ৰহ্মঘাতির নাহিক নিস্তার। নবাব দুরন্ত যবন জাতি। সেই সেদিলেক এত দুৰ্গতি ৷ দ্বিজের চাহিনু করিতে হিত। দৈবেতে ঘfप्ले ল যে বিপরীত ৷ গোপাল কহিছে রাজন ধীর । কি হবে হুইলে বল অস্থির ৷ সততচাঞ্চল্য মেধাকে নাশে । অম্বিরে কখন যুক্তি নাআসে। মন্ত্রিকে লইয়ে বিচার কর। মন্ত্রি গুণে দুঃখেতে হয় পার। এইতে সামান্য কিব। এদায়। যুক্তিত বিগুণ সকল যায়। প্রতাপরুদ্র নামে নরপতি । মন্তির গুণুেতে জিনিল ক্ষিতি । মন্ত্রির মন্ত্রণ সমান আর জগতে তুলন। নাহিক তার ॥ झ्झेरल মুকতি তরয়ে ভবে। মন্ত্রণ করহে উদ্ধার হবে । রাজা বলে হে কহ আরবারা কিৰূপে মন্ত্রী করিল উদ্ধারা শুনি