পাতা:কৌত্তক বিলাস.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌত্তক বিলাস । ఇt তাহা দিতে হবে৷ বাটীর ভিতর ছিল যত পরিজন । অন্য২ জন গণ আসিতে বারণ । জমাদার ভৈরব সিং ভৈরব আকার। কার সাধ্য হয় তার কাছে আওসার । যোগী গুরু পাত্র মিত্র আর কয় জন । লইয়ে সংকল্প করে বসেছে রাজন কুশ করে কলপতরু চারি ফল ধরে । নারীগণ শুনি আইসে রাজার গোচরে । রাজার কুমার আর কুটুম্বের গণ। যার যে বসন ছিল দিলেন রাজন ॥ যে জন কহিল চাহি আমি এই ধন । অকপটে রাজা তারে করে বিতরণ। সকলের সব সাধ পুরাইলে পরে। শিব চন্দ্র রায় যায় রাজার গোচরে । बईब्रा প্ৰণাম করে জনকের পায় । বর চাহ বলে রাজা হাঁ মুখে চায়। কুমার কহিল পিতা কিবা দিবে আত্ন। মম অভিলাষ দেহ রাজ্য সুবিস্তার ৷ ছত্ৰ দণ্ড আশা করি কর মোরে দান। অংশ ধূংস করি দেহ ভূপতি প্রধান ৷ তথাস্ত বলিল ভপ যোগী মন্ত্র পঠে। অন্য পুত্ৰগণ শুনি চমকিয় উঠে। দ্বিজ শ্যাম বলে দুখ তাহার কারণ। সমুদয় বাজ পায় প্রধান নন্দন ॥ রাজার স্বৰ্গবাস । ত্রিপদী ॥ পুঞ্জে দিয়া রাজ্য ভার পরে চিন্তে আপ নার পরকাল ভূপাল রাখিতে। জলবিম্ব প্রায় ক্ষিতি কেমন মায়ার রিতি দেখে শুনে ন পায়ু বুৰুক্তে । কার রাজ্য ধন জন করে মন অপমান অভিমান