পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম অংশ । ] অগরবাল-দৌলুক-বংশ ९१Q রাগিলেন যথাযোগ্য বাসস্থান দিয়া । তদন্তে বসিল সাধু বাহিরে আসিয়া ॥ সুবাহু ব্যাপারী আর আত্মীয় স্বজন । দেশের বরিত কহে সাম্ভর সদন ॥ দুর্ভিক্ষ হয়েছে দেশে শুন মহাশয় । অন্ন বিনা হইয়াছে জীবন সংশয় ॥ কার নাহি পুজি পাট সবে অমু পায় । বেটা, বেটা বিকাঠছে পেটের জালায় ॥ জলাশয়ে জল নাই গিয়াছে শুকিয় । ছুটিয়াছে সব লোক স্থলোক ছাড়িয়া ॥ কি আর বণিব ভাই দেশের কাহিনী । অরাজক ইষ্টয়াছে শুন মোর বাণী । রাজা নাহি রাজপটে শুষ্ঠ সিংহাসন । যেই পারে সেই মারে গয় প্রাণ ধন ॥ এতেক শুনিয়া কহে স{হু মহাশয় । এ দুঃখ-কাহিনী মোর প্রাণে নাহি সয় ॥ এসেছ হয়েছে ভাল শুন সব ভাই । তিনটী মেী কাম বাড়ী কর তিন ঠাই ॥ BBB BBB BDK KKBBBBS BBB BBB SBB BBB BBB S BS BB BBB BBB BBB BBS BBBg gg BB BB BB BB S ভূপতি কহিছে মেরে শুন সাধু জন। এখানে করহ তুমি দোকান স্থাপন ॥ নিস্করে তোমারে জমি দিব হে এখানে । মণি, মুক্ত, প্রবালাদি বেচিবে যতনে ॥ BBBB BBS BSB Kggg ggg S SBB gBBB BB BBB BBB S অতএব যা ও চলি গোউড় নগরে । আমার প্রণাম দিয়া কহি ও ত{হারে ॥ তবে ত মুবাহু সাধু সাহুর আদেশে । শুভক্ষণে যাত্রা করি চলিল উল্লাসে ॥ যাইয় সে রাজধানী গোউড় নগরে ৷ প্ৰণাম করিয়া কহে নৃপতি গোচরে ॥ সাহু সদাগর অ{ছে সাগরবন্দর ; আমারে পাঠালে হেতা শুন দণ্ডধর ॥ মণি, মুক্তা, হীরকাদি রজত কাঞ্চন । বি ক্রয় দোকান তেথা করিব স্থাপন ॥ সে কারণে এ প্রার্থনা করি ওপ ঠাই । বিপণির যোগ্য ভূমি সবিনয়ে চাই । মম প্রতি নরপতি হইয়া সদয় । ব্যবসার যোগ্য ভূমি দিতে আজ্ঞা হয় ॥ শুনিয়া ভূপতি তবে সাধুর বচন কহিতে লাগিল শুন ওহে মঞ্জিগণ । যে স্থানে সুবিধা বোধ করে সদাগর । সেই স্থানে পরি দেহ নিৰ্ম্মাণিয়া ঘর ॥ যতেক লাগিবে তাহে টা কী কড়ি ধন । রাজকোষ হতে তাহা করিবে আপণ ॥ এতেক শুনিয়া সে রাজার দেওয়ান । যে অজ্ঞ বলিয়া উঠি করিল প্রস্থান ॥ মগরের মধ্যে গিয়া জমি দেখাইল । সুবাহু ব্যাপারী তাহ মনন করিল ৷ ডাকিয়া মজুরগণে কহে মন্ত্রিবর । অবিলম্বে প্রস্তুত করহ হেথা ঘর ॥ রাজকাছারিতে আছে ইষ্টক বিস্তর । কাঠ দি যা লাগে বাপু আনিব সত্বর ॥ দ্বিগুণ মজুরী আমি দিব তোমাদেরে। স্বধৃঢ় করিয়া ভিত গাথিবা সাদরে । শুনিয়া মজুরগণ গৃহ আরম্ভিল । তিন সপ্ত দিনে গৃহ নিৰ্ম্মিত হইল । তবে ত মুবাহু শুভদিনটা দেখিয়া । বসিলেন গদি পরে দোকান খুলিয়া । সারি সারি মনোহর দ্রব্য সাজাইয়া । যতমে রতনরাজি সতর্কে রাখিল ৷