পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vo ब्रञ्जनिौ । আমি হাসিলাম। সন্ন্যাসী বললেন, “ তুমি বিশ্বাস করিতেছ না? কিছু প্রত্যক্ষ দেখিতে চাও?” আমি বলিলাম, “ দেখিলে বুঝিতে পারি।” সন্ন্যাসী বলিল, “ পশ্চাৎ দেখাইব । এক্ষণে তোমার সঙ্গে আমার একটি বিশেষ কথা আছে। আমার সঙ্গে তোমার ঘনিষ্ঠতা দেখিয়া, তোমায় পিতা আমাকে অনুরোধ করিয়াছেন, যে তোমাকে বিবাহে প্রবৃত্তি দিই।” আমি হাসিয়া বলিলাম, " প্রবৃত্তি দিতে হইবে না, আমি বিবাহে প্রস্তুত—কিস্ত—” স। কিন্তু কি ? खूमि । कना कहे ? ७क कांभां कना आtझ उtझटक বিলাই করিব না । স। এ বাঙ্গালাদেশে কি তোমার যোগ্য কম্য নাই ? चांमि । शङाद्र शश्चांद्र वाररु, किलु यांझिल्ला लहेव कि প্রকারে ? এই শত সহস্ৰ কন্যার মধ্যে কে আমাকে চিরকাল ভালবাসিবে, তাহ কি প্রকারে বুঝব? স। আমার একটি বিদা আছে। যদি পৃথিবীতে এমত কেন্থ থাকে, যে তোমাকে মৰ্ম্মান্তিক ভালবাসে, তবে তাহাকে স্বপ্নে দেখাইতে পারি, কিন্তু বে তোমাকে এখন ভালবাসে না, ভবিষ্যতে বাসিতে পারে, তাছা আমার বিদ্যার অতীত। चा।ि ७ दिी वस्त्र चावश्राक दिमा नरश्। ८रु शशत्रु ভালবাসে, সে তাহাকে প্রায় প্রণয়শালী বলিয়া জানে। ল। কে বলিল ? অজ্ঞাত প্রণয়ই পৃথিবীতে অধিক । তোমাকে কেছ ভালবাসে ? তুমি কি তাহাকে জান ? : জমি। আত্মীয় স্বজন ভিন্ন কেহ যে আমাকে বিশেষ Peালবাসে, এমৃত জানি না।