পাতা:গল্পাঞ্জলি.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> > ? গল্পাঞ্জলি গেল । হাত পা ঠক্ ঠক কবিয়া ৰণপিতে লাগিল। নিকটস্থ তক্তপোন তিনি বসিয়া পড়িলেন । র্তাতিনী শঙ্কিত ই ইয়' জিজ্ঞাসা করিল,—“দাদাঠাকুর অমন কৰন্থ কেন ?” ভট্টাচাৰ্য্য দুইহাতে কুশল টিপিয়: বলিলেন—“হঠাৎ মাথাটা স্কুৰে উঠল।” “ কাউকে ডাকব ?” “ন না-এখনি ভাল হয়ে যাবে। ভাল হয়ে গেছে। হ'n—তুমি কি ৰলছিলে ? মাচেলীটি কে পায় পেরেছিলে ?” “আমাদের বাড়ীতে বহু কাল ছিল । আমার শ্বাশু দ্বীর কাছে শুনে ছিলাম, সাতপুরুষ ধ:ং জামাদের স্বরে এ মাজুলী আছে । আমার শ্বাশুড়ী তার শ্বাশুড়ীর কাছে পয়েছিল, তার শ্বাশুড়ী তার শ্বাশুড়ীর কাছে পেয়েছিল। আমার শ্বাশুড়ী মরবার সময় জামার বলে গিয়েছিল--এটি সাৰধানে রেখ, খুই ওনা—তুমি মরবার সময় তোমার বউকে দিয়ে, এই রকম সাবধান করে দি ৪ * ' ভট্টাচাৰ্য্য বলিলেন---“ঈশ, তা হলে খুৰ পুরোণে জিনিস দেখছি। মস্তরটি যা লেখা রয়েছে, বড় ভাল মত্তর, এমন মস্তর আজকাল পাওয়াই যায় না । ত এ ভূৰ্জিপত্রটুকু শুধু অন্ত মাদুলীতে পূরে দিলেই ত চলবেন । ভাঙ্গ হয়ে গেছে—ছোয়াছুরি হয়ে গেছে যে ! একে পুঙ্গে করে-শোধন করতে বে। তার জন্তে আবার পাজিপুথি ঘেটে দিন দেখা দরকার । এক কায কর—এটি আমার কাছে এখন গুণক । দিন দেখে, শোধন করে, একটি তামার মাদুলীতে ভরে দেব |” তাতিনী বলিল—“তাই রাখ ।”