পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 o হিতোপদেশ । [৩ অধ্যায়। যে জন প্রজ্ঞা পায় ও বুদ্ধি লাভ করে, সেই ধন্য। ১৩ কেননা রূপার বাণিজ্য অপেক্ষাও তাহার বাণিজ্য ১৪ উত্তম, এব° সুবর্ণ অপেক্ষাও তাহার লাভ শ্রেষ্ঠ । তাহ। মুক্তাহইতেও বহুমূল্য , কোন ইষ্ট বস্তু তাহার ১৫ তুল্য নয়। তাহার দক্ষিণ হস্তে দীর্ঘায়ু, ও বাম হস্তে ১২ ধন ও সন্তুম থাকে। তাহার পথ মনোরম ও তাহার ১৭ সকল মার্গ শান্তিকর । যাহারা তাহার আশ্রয় লয়, ১৮ তাহীদের কাছে তাহী জীবনদায়ক বৃক্ষস্বরূপ হয় ; ও যে জন তাহাকে অবলম্বন করে, সে ধন্য হয় ; পরমে- ১৯ শ্বর প্রজ্ঞাদ্বারা পৃথিবীর মূল স্থাপন করিলেন ও বুদ্ধিদ্বারা আকাশমণ্ডল প্রস্তুত করিলেন । র্তাহার জ্ঞান- ২০ দ্বারা গভীর স্থান প্রস্তুত হইল, ও আকাশহইতে শিশির নিঃসৃত হয়। হে আমার বৎস, এই সকল তোমার চক্ষুর অগো- ২১ চর না হউক ; কুশল ও পরিণামদৰ্শিতা রক্ষণ কর । তাহা তোমার মনের জীবন ও কণ্ঠের ভূষণস্বরূপ ২২ হইবে। তাহ পাইলে তুমি আপন পথে নিৰ্ভয়ে গমন ২৩ করিবা, এব° তোমার চরণে উছোট লাগিবে না ; ও ২৪ শয়নকালে ভয় থাকিবে না, ও শয়ন করিলে সুখে নিদ্রা হইবে ; এব^ হঠাৎ আপদ উপস্থিত হইলে ও দুস্ট- ২৫ দের বিনাশ ঘটিলে তুমি শঙ্কা করিব না। কেনন। ২৬ পরমেশ্বর তোমার বিশ্বাসভূমি হইবেন ও ফাদহইতে তোমার চরণকে রক্ষা করিবেন। হিত করণের উপায় হস্তে থাকিলে হিতের পাত্রকে ২৭ বিমুখ করিও না। হস্তে দ্রব্য থাকিলে, “ তুমি যাইয়। ২৮ পুনৰ্ব্বার আইস, আমি কল্য দিব, এমত কথা প্রতিবাসিকে কহিও না। যে প্রতিবাসি লোক তোমার নিকটে ২৯ নিৰ্ভয়ে বাস করে, তাহার বিরুদ্ধে মন্দ ভাবিও না । 210