পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবযান שף —উষর মরুভূমিতে বীজ বুনলে কি হয় ? যে চায়, সে পায়। যে কেঁদে বলে, ভগবান আমায় ক্ষমা করে, আমায় পথ দেখিয়ে দাও, সে পাপপুণ্য বুঝেচে । তখন তাকে আমরা সাহায্য করতে ছুটে যাই। যে যা চায়, সে তা পায়। যে জ্ঞান চায় তাকে জ্ঞানের পথ দেওয়া হয় । যে ভগবানের প্রতি ভক্তি চায়, তাকে সাধুজনের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, মনে ভক্তির সঞ্চার করে দেওয়া হয় । —যে বলে আমি ভগবানকে দেখবো ? —ভগবান তাকে দেখা দেন । যতীন বিস্ময়ের সুরে বল্লে—তিনি দেখা দেন ? —অবিশ্বাস করবার কি আছে বলে । সে যে-ভাবে চায় সেই রূপ ধরে তাকে দেখা দেন । ভগবানের বিরাট রূপের ধারণ কে করতে পারে । ইষ্ট মূর্তিতে দেখতে চায়, যার যা ইষ্ট, যে রূপ যে ভালবাসে, তাকে তিনি সেইরূপেই দেখা দেন । তিনি করুণার সাগর, কত বড় করুণা র্তার—ত তুমি জানো না, বুঝতেও পারবে না । ক্ষুদ্র বুদ্ধির গম হয়ে ক্ষুদ্র সম্বন্ধ পাতিয়ে মা, ভাই, বোন, সস্তান, বন্ধু সেজে দেখা দেন । —আমার প্রতি একটা আদেশ করুন দেবী, আপনার কাছে এসেচি অনেক আশা নিয়ে, শুধু হাতে ফিরে যাবো ? —আমি যা করতে পারি, এখন তা করবো না । সময় বুঝলে পৃথিবীর যে কোনো ভ্রান্ত ছেলেমেয়ের সাহায্যে আমিই সকলের আগে ছুটে যাবে, বাছা । আশালতার কথা আমার মনে রইল। কিন্তু এখনও অনেক বাকি, অনেক দেরি, যতদূর বুঝচি। তুমি পৃথিবীতে বেশি যাতায়াত কোরো না । পৃথিবীতে গেলে এমন সব বাসন কামনা জাগবে যা তোমাকে কষ্ট দেবে শুধু—কারণ পৃথিবীর মানুষের মত দেহ না থাকলে সে সব বাসন পরিতৃপ্ত হয় না। তখন হয়তো তোমার ইচ্ছে হবে আবার মানুষ হয়ে জন্ম নই। প্রবল ইচ্ছাই তোমাকে আবার পুনর্জন্ম গ্রহণ করাবে। অথচ এখন পুনর্জন্ম নিয়ে কি করবে ? গত জন্মে যা করে এসেচ তাই আবার করবে। সেই একই খেলা আবার খেলবে । তাতে তোমার উন্নতি হবে না । অথচ যার জন্যে করতে যাচ্চ, তারও কিছু করতে পারবে না। কারণ ও সব ভালমন্দ করবার কর্তা তুমি নও। যে যার পথে চলেচে, তোমার পথ তোমার, তার পথ তার । পর্বতকে টলাতে পারবে না, বিশ্বজগতের নিয়ম বড় কড়া, একচুল এদিক-ওদিক করবার শক্তি নেই কারো । 廳 哆 —আপুনারও না ? করুণাদেবী হেসে বল্লেন-তুমি এখনও ছেলেমাহুষ । আমি তো আমি, পুথিবীর গ্রহদেব স্বয়ং পারেন না । তিনি তো অসাধারণ শক্তিধর দেবতা, ভগবানের ঐশ্বর্য রয়েচে তার মধ্যে । তবে আমরা যেখানে যাই, সময় হয়েচে বুঝে যাই । যেখানে সাহায্য করলে সত্যকার উপকার হবে আত্মার, এ আমি মনে মনে বুঝতে পারি। সে ক্ষমতা আছে আমাদের । সেখানেই যাই শুধু ঐ যে বল্লাম, পাপ বুঝে যে সে পথ থেকে ফিরতে চায়, ভগবানকে মনেপ্রাণে ডাকে,