পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ్సNరికh ( ৫ আগষ্ট ১৮২০ । ২২ শ্রাবণ ১২২৭ ) মোং গরেটর বাগানের বড় নাচ ঘর অতিপুরাতন হইয়াছিল তৎপ্রযুক্ত তাহা ভাঙ্গিবার কারণ অনেক রাজ মজুর লাগিয়াছে.। ( ২২ নবেম্বর ১৮২৩ । ৮ আগ্রহায়ণ ১২৩০ ) নাচ ॥—গত সোমবার ৩ আগ্রহায়ণ শ্ৰীযুত বাবু রূপলাল মল্লিকের বাটীতে রাস লীলা সময়ে নাচ হইয়াছিল তাহার বিবরণ। দিনেক দুই দিন পূৰ্ব্বে সাহেব লোকেরদিগের নিকটে টিকাট অর্থাৎ নিমন্ত্রণ পত্র পাঠান গিয়াছিল তাহাতে নিমন্ত্রিত সাহেবের তদিনে নয় ঘণ্টার । কালে আসিতে আরম্ভ করিয়া এগার ঘণ্টাপৰ্য্যন্ত সকলের আগমনেতে নাচঘর পরিপূর্ণ হইল এবং নাচঘরের সৌন্দৰ্য্য ষে করিয়াছিলেন সে অনিৰ্ব্বচনীয় । অনন্তর কএক তায়ফ নৰ্ত্তকীরা সেই সভাতে অধিষ্ঠানপূর্বক নৃত্য করিতে লাগিল ইহাতে তদ্বিযয়ে রসিকেরা অত্যন্ত তুষ্টি প্রকাশ করিলেন । এবং তাহার নীচের তালাতে চারি মেজ প্লাজাইয়া নানাবিধ খাদ্য সামিগ্রী প্রস্তুত করিয়া মেজ পরিপূর্ণ করিয়াছিল তাহাতে সাহেবের তৃপ্ত হইলেন ও মদিরা পানদ্বারা সকলেই আমোদিত হইলেন এবং বাদশাহী পণ্টনের বাদ্যকরেরা অনুরাগে নানা রাগে বাদ্য করিল তাহাতে কোন শ্রোতা ব্যক্তির মনোহরণ না হইল । সকলে কহে যে এমত নাচ বাবুরদের ঘরে আর কোথাও হয় নাই । ( ১৭ অক্টোবর ১৮২৯ । ২ কাৰ্ত্তিক ১২৩৬ ) শারদীয় পূজা —এই দুর্গোৎসব এখন সমাপ্ত হইয়াছে এবং সমস্ত দেশে পুনৰ্ব্বার কৰ্ম্মকাৰ্য্য আরম্ভ হইয়াছে। সকলেই কহেন যে ইহার পূৰ্ব্বে এই দুর্গোৎসবে যেরূপ সমারোহপূর্বক নৃত্যগীতইত্যাদি হইত এক্ষণে বৎসর২ ক্রমে ঐ সমারোহ ইত্যাদির হ্রাস হইয়া আসিতেছে । এই বৎসরে এই দুর্গোৎসবে নৃত্যগীতাদিতে যেপ্রকার সমারোহ হইয়াছে ইহার পূর্বে ইহার পাচ গুণ ঘটা হইত এমত অামারদের স্মরণে আইসে। কলিকাতাস্থ ইঙ্গরেজী সমাচারপত্রে ইহার নানা কারণ দর্শন গিয়াছে বিশেষতঃ জানবুল সমাচারপত্রে প্রকাশ হয় যে কলিকাতাস্থ এতদেশীয় ভাগ্যবান লোকেরা আপনারাই কহেন যে এক্ষণে সাহেবলোকেরা বড় তামাসার বিষয়ে আমোদ করেন না। এপ্রযুক্ত যে হ্রাস হইয়াছে ইহা প্রত্যক্ষ প্রমাণ । ঐ পত্রপ্রকাশক আরো লেখেন হইতে পারে যে এতদেশীয় ভাগ্যবান লোকেরদের আপনারদের টাকা এইরূপে সমারোহেতে মিথ্যা নষ্টকরা অনুচিত হইতে পারে যে কাহারে ২ তাদৃক ধন এখন নাই। গত কতক বৎসর হইল নাচের বিষয়ে যে অখ্যাতি হইয়াছে ইহা সকলেই স্বীকার করেন ঐ নাচের সময়ে কএক বৎসরাবধি অতিশয় লজ্জাকর ব্যাপার হইত এবং যে ইংল্পওঁীয়ের সেস্থানে একত্রিত হইতেন তাহারা সাধারণ এবং মদ্যপানকরণে আপনারদের ইন্দ্রিয় দমনে অক্ষম । অতএব এই উৎসবের যে শোভ হইত তাহ রাহুগ্রস্ত হইয়াছে ইহাতে কোন সন্দেহ ՖԵ