পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭০ সংবাদ পত্রে সেনকালের কথা তাহাও তৎক্ষণাৎ পাইবেন অতএব এই সঞ্চয় ভাণ্ডার স্বজনকারি ব্যক্তিরদিগকে আমরা ধন্যবাদ করিলাম । এক্ষণে মনে করি তাহারদিগের কৃত ঐ ভাণ্ডারের আয়িন লোকে দৃষ্টি করিলে অনেকে ঐ রীতিক্রমে অনেক প্রকার নূতন২ কৰ্ম্ম আরম্ভ করিতে পারিবেন। ( ১২ জানুয়ারি ১৮২৮ । ২৯ পৌষ ১২৩৪ ) সঞ্চয় ভাণ্ডার –আমরা দুঃখিত হইয়া সঞ্চয় ভাণ্ডারের সমাচার প্রকাশ করিতেছি শ্ৰীযুত বাবু গদাধর সেট রূপনারায়ণ বসাক বিজয়কৃষ্ণ সেট ভুবনমোহন বসাক ইহারা চারি জনে সখ্যতাভাবে ঐক্য হইয়া সঞ্চয় ভাণ্ডার নাম দিয় এক লোকোপকারজনক ব্যাপার ইংরাজী ১৮২৪ সালের জানুআরি মাসে আরম্ভ করিয়াছিলেন ১৮২৭ সালের ৩১ ডিসেম্বর তারিখপৰ্যন্ত ঐ কৰ্ম্ম চলিবেক এমত ভরসা পূৰ্ব্বে ছিল না যেহেতুক কৰ্ম্মারম্ভ সময়ে সম্পাদকেরা চারি বৎসরপর্য্যন্ত নিয়ম করিয়াছিলেন তথাচ খেদের বিষয় এই যে সঞ্চয় ভাণ্ডারে যে সুধারা হইয়াছিল তাহ প্রায় পাঠকবর্গ জ্ঞাত আছেন যদ্যপি বিস্মৃত হইয়া থাকেন তাহ স্মরণ কারণ কিঞ্চিৎ স্কুল লিখি সঞ্চয় ভাণ্ডারের কৰ্ম্ম ৬৪ চৌষটি অংশে বিভক্ত হইয়া প্রত্যেক অংশের মূল্য ৫০ পঞ্চাশ টাকা করিয়া স্থির হয় ঐ সকল অংশ ঐ মূল্য দিয়া লইয়া অংশিরা প্রতি মাসে দশ টাকা করিয়া দিবেন এই সকল টাকার বৃদ্ধি অর্থাৎ স্বদহইতে শ্ৰীযুত কোম্পানি বাহাদুরের লাটরি টিকিট ক্রয় হইবেক তাহাতে যত টাকা প্রাইজ হইবেক তাহা অংশিরা বিভাগ মত পাইবেন লভ্য ন হইলেও মূল ধনের কোন হানি হইবেক না ইত্যাদি এই নিয়মানুসারে চারি বৎসরপর্যন্ত নিৰ্ব্বিঘ্নে কৰ্ম্ম সম্পন্ন করিয়া গত ১ জানুআরি অবধি অংশিরদিগের মূল ধন ফিরাইয়া দিতেছেন যখন যিনি আপন২ কাগজপত্র লইয়া যাইতেছেন কৰ্ম্মচারি তৎক্ষণাৎ তাহার অংশ ৫২০ ye পাচ শত কুড়ি টাকা দুই আনা ফিরাইয়া দিতেছেন ইহাতে কৰ্ম্মকৰ্ত্তাদিগকে ধন্যবাদ দিলাম যদি বল ইহাতে কৰ্ম্মকৰ্ত্তাদিগকে ধন্যবাদ দেওনের বিষয় কি হইয়াছে উত্তর অন্মদাদির দেশে সাধারণে অর্থাৎ বহু অংশী হইয় এক কৰ্ম্ম নিৰ্ব্বাহ করা স্থদুরপরাহত দুই তিন জনে এক কৰ্ম্মারম্ভ করিয়া তাহার সংবৎসরের লভ্য ও ক্ষতি বিবেচনা ন হইতেই বিবাদ উপস্থিত হয় ঐ ব্যক্তিরা বাঙ্গালি চৌষট্টি জনকে বুঝাইয়া কৰ্ম্মনিৰ্বাহ করিয়াছেন ইহাতে র্তাহারদিগের প্রতি কেহ সন্দেহ করেন নাই। যদি বল অল্প বিষয় ইহাতে ভদ্রলোকের সন্দেহ কেন হইবেক উত্তর আমারদিগের দেশের লোক প্রায় তাবৎই তর্কবাগীশ অর্থাৎ কেহ কোন কমারম্ভ করিলে অগ্রে তাহাতে নানাদোষারোপ করেন তাহতেই প্রায় সাধারণে ঐক্য হইয়া কোন কৰ্ম্ম হয় না অতএব ইহারদিগকে ধন্যবাদ দিতে হয় কারণ ইহারদিগের , দ্বারা এমত প্রমাণ পাওয়া গেল যে আমারদিগের দশে ঐক্য হইয়াও কৰ্ম্ম হইতে পারে ইহার দৃষ্টাম্ভের স্থল সঞ্চয় ভাণ্ডার হইল।