পাতা:ধর্ম্মসাধন.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏌ← ধৰ্ম্মসাধন : প্র। নিজন উপাসনার প্রতিবন্ধক কি ? - উ। যাহার সাধন নাই এবং হৃদয়ে ঈশ্বরপ্রেম সঞ্চারিত হয় নাই,নিজন উপাসনা তাহার পক্ষে নিতান্ত দুঃসাধ্য। তিনি নিজ নে বসিয়া থাকিতে পারেন, কিন্তু তাহার মন হয় বিষয় চিন্তায় ব্যস্ত, নয় চারিদিক্‌ শূন্য ও অন্ধকার দেখিয়া ভীত হয়, অথবা তিনি নিদ্রাগত হন। এক ব্যক্তির কথা শুনা গিয়াছে তিনি নিজনে উপাসনা করিভেগিয়া কিয়ৎক্ষণ পরে : দেখিলেন, আপনার তথায় যাইবার উদ্দেশ্য এককালে বিস্মৃত হইয়া “মাছি ধরিতে” ব্যস্ত হইয়াছেন। পরে স্মরণ হইয়। আশ্চৰ্য্য হইলেন । কত ব্যক্তি কতরূপে মাছি ধরেন ! । প্র । নিজন উপাসনার জন্য কিরূপে প্রস্তুত হইতে হইবে ? : - - উ। যে সকল উপায়ে সজন উপাসনা ভাল হয়,নিজন উপাসনায়ও সেই সকল অবলম্বন করিতে হইবে । পাঠ, সঙ্গীত, বাক্য দ্বার উপাসন, মনকে প্রস্তুত করিবার জন্য এ সকলের সাহায্য লইতে হয়। প্রার্থনা অন্যতর উপায় । প্র । কিরূপে ঠিক প্রার্থন। হয় ? উ। যথার্থ অভাব fact ধরিয়া প্রার্থনা করিলে ঠিক, প্রার্থনা হয় । যাহা অামি পারি না, তাহাই যথার্থ অভাব এবং জীবনের পরীক্ষা দ্বারা তাহ অনেক পাওয়া যায়। কাতর হৃদয়ে প্রার্থনা দ্বারা সেই অভার সকল ক্রমে মোচন করিতে হইবে। - প্র । দিনের মধ্যে নিজন উপাসনা কখন করা উচিত ? উ। প্রাতঃকালে দৈনিক কাৰ্য্যারম্ভের পূৰ্ব্বেই ইঙ্গর