পাতা:ধর্ম্মসাধন.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈরাগ্য । ○○を ইহাতে অনেকে অধিক কপট ও ভয়ানক মিথ্যাবাদী হইয়' আপনার আরো সৰ্ব্বনাশ করিতে পারেন । বৈরাগ্য। প্র। বৈরাগ্যের প্রকৃত ভাব কি ? - উ। বৈরাগ্য শব্দ সাধারণতঃ সকল ধৰ্ম্মসম্প্রদায়ের লোকেরা যেরূপ ভাবে গ্রহণ করেন, ব্রাহ্মেরা সেরূপ করেন না। সাধারণ ভাব এই যে এই পৃথিবী জরামরণ শোক প্রভৃতি নানা বিপদে পরিপূর্ণ, অতএব তাহার প্রতি বিরক্ত হইয়া বনে গমন করিলে অথবা সন্ন্যাস ব্রত অবলম্বন করিয়া অনেক প্রকার শারীরিক ক্লেশ সহ করিলে বৈরাগ্য হয় । কিন্তু ব্ৰাহ্ম বলেন বিষয় ত্যাগ হইতে পারে, শারীরিক ক্লেশ ও সহ্য করা হইতে পারে, অথচ প্রকৃত বৈরাগ্য হইতে অনেক দূরে থাকা যায়। প্রকৃত বৈরাগ্যে অভাব এবং ভাব দুই পক্ষ থাকা চাই । অভাব পক্ষ এই যে সংসারের প্রতি আসক্তি থাকিবে না, মুখ দুঃখে সমজ্ঞান হইবে । ভাব পক্ষ এই যে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ অনুরাগ হইবে । প্রকৃত বৈরাগ্যে এই দুই ভাব একত্র সম্মিলিত छ् ७ध्न छों ह । હો ! હરે দুই ভাবের কোনটীর সাধন শ্রেষ্ঠতর ? উ । ঈশ্বরের প্রতি অনুরাগ সাধনই বৈরাগ্যের শ্রেষ্ঠ উপায় ও লক্ষ্য। ঈশ্বরকে একমাত্র প্রেমের বস্তু জানিয়া সমুদয় হৃদয় মন আত্মার সহিত র্তাহাতে আসক্ত হইলে সংসারের প্রতি অনাসক্তি আপন। আপনি আসিয়া পড়ে। কিন্তু সংসারের