পাতা:ধর্ম্মসাধন.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈরাগ্য । Øፃ প্র । খৃষ্টের ও চৈতন্যের বৈরাগ্য ভাব কিরূপ ছিল ? উ । ঈশ্বরকে প্রীতি এবং সংসারে তাহার প্রেম বিস্তার করাই খৃষ্ট্রের জীবনের উদেশ্য ছিল । অন্যান্য ধৰ্ম্ম সাধকেরা পাহাড়ে বা জঙ্গলে গিয়া নির্জনে ধৰ্ম্মসাধন করিতেন, ঘটনাক্রমে কেহ তথায় উপস্থিত হইলে এবং আগ্রহ প্রকাশ করিলে তাহাকে ধৰ্ম্মোপদেশ দিতেন । কিন্তু খৃষ্ট সংসারের প্রতি বিরক্ত না হইয়া নগর মধ্যে থাকিতেন, নগরবাসীরা উৎপীড়ন করিয়া তাহার প্রাণ পৰ্য্যন্ত বিনষ্ট করিল, তথাপি তিনি সকল প্রকার কষ্ট সহ করিয়া প্রীতির সহিত তাহাদিগকে ঈশ্বরের পথে লইয়া যাইতে কখনই ক্ষান্ত হন নাই । তিনি আপনার শিষ্যগণকেও তাহার অনুবৰ্ত্তী হইতে উপদেশ দিয়াছিলেন “To bear the cross of Christ” offs. Hoot: €gs; হইলেও খৃষ্ট্রের ন্যায় সহিষ্ণু হইয়া সকলের প্রতি প্রেম বিস্তার করিবে । চৈতন্যের বৈরাগ্যের ভাবও অনুকরণীয় । তিনি ঈশ্বর-প্রেমে মত্ত হইয়া সংসার ছাড়িয়া যান নাই, কিন্তু অনেক কষ্ট সহ করিয়া সেই প্রেমে জগৎকে মাতাইবার জন্য চেষ্টা করিয়াছিলেন। বৈষ্ণবদিগের বর্তমান অবস্থা বিকৃত হইলেও অদ্যাপি তাহাদিগের মধ্যে প্রকৃত বৈরাগ্যের অনেক ভাব পাওয়া যায় । প্র । আমরা প্রতিজন সংসারের পরীক্ষায় পড়িয়া কি উপায়ে বৈরাগ্যের ভাব রক্ষা করিতে পারি ? : উ । আমাদের জানা উচিত যে বড় বড় কথার মতে পরিত্রাণ হয় না। প্রত্যেক সাধনের এক একটা মূল মন্ত্র বা সঙ্কেত আছে, বিশ্বাসের সহিত তাহা দৃঢ়রূপে ধরিয়া থাকিলে