পাতা:ধর্ম্মসাধন.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(88 ধৰ্ম্মসাধন : করিয়া থাকিতে পারেন না। কিন্তু আমরা এমনি অন্ধ, যে ঘটার প্রশংসা করি, মার মুখ্যাতি করি ; কিন্তু ঈশ্বর যিনি সকল স্নেহের মূলাধার হইয়। কল চালাইতেছেন, তাহাকে কৃতজ্ঞতা দিই না। অনেকে স্বাভাবিক নিয়মের দোহাই দিয়া ঈশ্বরের করুণা উড়াইয়া দেন। বিশ্বাসী যখন দেখেন ঈশ্বরের :স্নেহ ব্যতীত ঘট হইতে মুখে জল পড়িত না; বিজ্ঞানবিং পণ্ডিত রলেন কেন তাহ মাধ্যাকর্ষণ শক্তিতে হয়। মাধ্যাকর্ষণের প্রকৃত অর্থ ঈশ্বরের স্নেহ । এ সকল সত্য এত গুঢ় অথচ দুর্জয় যে যত গভীররূপে ভাবা যায়, ততই বিশ্বাস করিতে হয়, কিছু তেই অপলাপ করা যায় না | , , - প্র । অনেক ব্রাহ্ম ঈশ্বরের বিশেষ করুণা স্বীকার করিতে চীন না কেন ? - -- উ ঈশ্বরের বিশেষ করুণ অস্বীকার করা আর র্তাহাকে বেশী দেখিতে না চাওয়া এক কথা । যে সকল: ব্রাহ্ম বিশেষ করুণা মানেন না, তাহারা ঈশ্বরকে ব্যক্তি বলিয়া না মানিয়t প্রায়ই জড় পদার্থ বা আকাশের স্তায় অনিশ্চিত কিছু মনে করেন । র্তাহার প্রার্থনীর অণবশু্যকতাও তত স্বীকার করেন না। তাহাদের প্রার্থনা কলে কাপড় বুনানোর ন্যায়, আপনার যন্ত্রী, আপনার ফলভোগী। তাহার। ক্রমে অবিশ্বাসী হইয়া পড়েন। বিশ্বাসী সাধকগণ ঈশ্বরকে পিতা বলিয়া তাহার সহিত যত নিগূঢ় যোগ উপলব্ধি করেন, যত তাহার উপাসনার মধুরতা আস্বাদন করেন, তত তাহার বিশেষ করুণায় আপনাদিগকে পরাস্ত মানেন এবং তাহাই স্মরণ ও আলোচনা কুরিতে র্তাহা দের আনন্দ হয়। - -