পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रै ●७ বিভূতি-রচনাবলা ৰুঝিতে হইবে, সে রাগ করিয়াছে। সে চড়া গলায় বলিল—আমাকে টাকা ফেলে দিন, মিটে গেল—আমি উদ্ধার করবার কে ? আমার কথা শুনেছিলেন আপনি ? আমি ৰলি ৰি যে ফিল্ম কোম্পানি চালানো আপনার কৰ্ম্ম নয় ? আপনি যার কিছু বোঝেন না, তার মধ্যে••• গদাধর উঠিয়া দাড়াইলেন। র্তfরও গলায় রাগের স্বর আপিয়া গেল। হয়তো রাগের সঙ্গে দুঃখ মেশানো ছিল ! 蠟 বলিলেন—বেশ, তুমি দিও না টাকা! না দিলেই-বা কি করতে পারি অামি ? তবে আমি ছবি একখানা করবোই। দেখি অন্য জায়গায় চেষ্টা—আচ্ছা, আসি তাহ’লে । গদাধর বাহির হইয়া সিড়ি দিয়া নামিতে যাইবেন—শোভা ডাকিয়া বলিল—বা রে, চলে গেলেই হলো ? শুনে যান—আমার টাকার একটা ব্যবস্থা করুন। —হবে, হবে, শীগগির হবে। —শুকুন, শুস্থান ! —কি ? —কোম্পানি করবেনই তবে ? আপনার সৰ্ব্বনাশ হোলেও শুনবেন না ? গদাধর বোধহয় খুব চটিয়া গিয়াছিলেন। সিড়ি বাহিয়৷ তরতর করিয়া নামিতে নামিতে বলিলেন—না, সে তো বলেচি অনেকবার | কতবার আর বলবো ? ও আমি না বুঝে করতে যাচ্চি নে। আমায় কারো শেখাতে হবে না। গদাধর অদৃপ্ত হইয়া গেলেন। . শোভা অন্যনমস্ক হইয়া কতক্ষণ সিড়ির মুখে দাড়াইয়া রহিল। সে এমন এক-ধরণের মানুষ দেখিল, যাহা সে সচরাচর দেখে না ! অনেকক্ষণ দাড়াইয়া কি ভাবিয়া সে ধীরে ধীরে ঘরে ঢুকিল । একটু পরে শচীন একখানা বড় মোটর-ভত্তি বন্ধুবান্ধব লইয়া হাজির হইল। সকলে কোলাহল করিতে-করিতে উপরে উঠিয়া আসিল । ইহাদের মধ্যে একজনকে শোভা চেনে —উড়িষ্যার কোনো এক দেশীয়-রাজ্যের রাজকুমার, পূর্বে একদিন শোভাদের স্টুডিও দেখিতে গিয়াছিলেন । পৈতৃক অর্থ উড়াইবার তীর্থস্থান কলিকাতা ধামে গত পাচ-ছ'মাসের মধ্যে কুমার-বাহাদুর প্রায় বিশ-পচিশ হাজার টাকা অন্তরীক্ষে অদৃগু করিয়া দিয়া স্বীয় দরাজ-হাতের ও রাজোচিত মনের পরিচয় দিয়াছেন! কুমার-বাহাদুর আগাইয়া আসিয়া পরিষ্কার বাংলায় বলিলেন—নমস্কার, মিস্ মিত্র, কেমন আছেন ? এলাম একবার আপনার সঙ্গে দেখা করতে। শোভা নিস্পৃহভাবে হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল—ভালো আছি। শচীন পিছন হইতে বলিল—কুমার-বাহাদুর এসেছিলেন তোমায় নিয়ে যেতে—উনি মন্ত বড় পার্টি দিচ্চেন ক্যাসানোভায়—আজ সাতটা থেকে। এখন একবার সবাই মিলে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের-•• শোভা বলিল—আমার শরীর ভালো নয়।