পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী । 9x এ ঘাট ওয়ণী নাইকে কিলে পার হব মা ভবে। মা তোর দুর্গানামে কলঙ্ক যুবে ম নইলে খালাস কর তবে t ডাকি পুনঃ পুনঃ গুনিয়া ন গুন পিতৃ ধৰ্ম্ম রাখলে ভবে। জতি প্রাতঃকালে জয় ইর্গ বলে স্মরণ নিবার কায কি তবে t এরামপ্রসাদ বলে মা মোর ক্ষতি কিছু না হবে। মা তোর কাশী মোক্ষধাম অন্নপূর্ণ নাম জগজ্জনে নাম নাহি লবে ॥১১ প্রসাদী স্বর—তাল একতাল।। মায়ের এক্সি বিচার বটে। যেজন দিৰাগ্নিশি দুর্গ বলে, তারি কপালে বিপদ ঘটে। হজুরেতে আরজি দিয়ে মা, দাড়াইয়ে আছি করপুটে । কবে আদালত শুনালি হবে মা, নিস্তার পাব এ শঙ্কটে ॥ লওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাইকে। আমায় ঘটে । ওয ভরসা কেবল শিৰ বাক্য ঐক্য বেদগমে রটে । প্রসাদ বলে শমন ভয়ে মা ইচ্ছে হয় পালাই ছুটে । যেন অস্থিমকালে দুর্গ বলে প্রাণত্যজি জাহ্নবীর তটে ॥১৪০ প্রসাদী স্থর—তাল একতাল। কায় কি ম৷ সামান্য ধলে । ੋਂ কঁদছে গে| তেীর ধন বিহনে ॥ সামান্য ধন দিবে তারা, পড়ে রবে ঘরের কোণে । বদি দেও মা মামা অভয় চরণ, রাখি হৃদিপদ্মাসনে .