পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՅ পদাবলী । রাগিণী জংলা—তাল একতাল । জাল ফেলে .ে২ Lণ রয়েছে ৰসে । ভবে আমার কি গুইরে গে৷ মা ॥ অগম্য জলেতে মনের শ্রয়, জেলে জাল ফেলেছে ভুবনময়, ও যে যখন যায়ে মনে করে, তখন তারে ধরে কেশে ॥ পালাবার পথ নাইকো জালে, পালাৰি কি মন ঘেরেছে কা:ে রামপ্রসাদ বলে মাকে ডাক, শদন দমন করবে এসে ॥১৪৭ রাগিণী জংলী—তাল একতাল। । , শ্যামা ম৷ উড়াচ্চে ঘুড়ি l ( ভৰসংসার বাজারের মাঝে ) ঐ যে মন ঘুড়ি, আশ বায়ু বাধা তাহে মায়া দড়ি ॥ কাক গণ্ডী মণ্ডা গাথা, পঞ্জ রাদি নানা নাড়ি । সুড়ি স্বগুণে নিৰ্ম্মাণ করা, কারিগরি বাড়াবাড়ি ॥ বিষয়ে মেজেছে মুঞ্জি1, কর্কশ হয়েছে দড়ি । সুড়ি লক্ষে ছটা একটা কাটে, ছেলে দেওমা হাতচাপড়ি। প্রসাদ বলে দক্ষিণ বাতাসে ঘুড়ি যাবে উড়ি । ভবসংসার সমুদ্র পারে, পড়বে যেরে তাড়াতাড়ি ॥১৪৮ প্রসাদী স্থর—তাল একতাল।। সে কি সুধু শিবের সতী । যারে কালের কাল করে প্রণতি a