পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

खांब्रख्ठबं [ p४8 ] ख्iह्नऊदं कप्बन ७द९ स्वबिदाप्ठ उनश्षठौं श्हँदाद्र अछ शिश-थत्रिबा- | মওলীকেও আদেশ করিয়া যান। সেই জঙ্কই গাথ ও | পালি চাষায় প্রাচীন বৌদ্ধগ্রন্থ এবং মাগধী ও অর্ধমাগধী ভাষা প্রাচীনতম জৈন গ্রন্থসমূহ লিপিবদ্ধ দেখা যায়। পুরাবিদগণ বন্ধ আলোচনা দ্বার। স্থির করিয়াছেন যে,—প্রাচীনতম বান্ধ ও জৈন ধৰ্ম্মশাস্ত্রগুলি খৃষ্টপূৰ্ব্ব ৩য় হইতে ৪র্থ শতাৰ । ध८१r नकणिड रहेब्राझिण । [ ६जन, यिग्रम*ौ ७ ८दोक cनथ ] ! উক্ত উভয় স্বস্থাপুরুষের উচ্চ উপদেশ,সেই সমন্ধের রাজন্তम ७णेो अश्१ कब्रिग्राझिप्णन, ज्रज्ञछ ऊंऊग्न मठ aक्लोब्रिउ | হুইবার পক্ষে বিশেষ সুবিধা হইয়াছিল । | ৫১৫ খৃঃ পূৰ্ব্বাদের নিকটবর্তী সময়ে পারস্তাধিপ দয়ার্স | ( Dareios Hystaspes ) fawtori first=stra qfsfsffstr অবস্থিত গান্ধার, সিন্ধু, আক্ষোদ ও ছয়বর্তী অধিকার করিয়াছিলেন। কাহার মতে, কাইরসের (Cyrus) সময় হতে পরগেসের ( xerxes) সময় পৰ্য্যস্ত ঐ অংশ পারস্তা | ধীন ছিল । তৎকালে মজাতশত্রু মগধের সিংহাসনে অধিষ্ঠিত ' fছলেন । এ সময়ে শাক্যদিগের প্রস্তাব অক্ষুণ্ণ ছিল । কিন্তু s৭৮ খৃঃ পূৰ্ব্বাস্কে কোশলাধিপ প্রসেনজিতের পুত্র বিরুধক শাক্যবংশ ধ্বংস করেন। তাহারই কিছুকাল পরে অজাতশঙ্কর শেষ বংশধর মহানদী আবিভূত হন। তংপরে | মহাপদ্ম নলের ম্যুদয়। পুরাণে ইনিই ক্ষত্রিয়ান্তকারী বলিয়া । বীণত হইয়াছেন। ৩৭২ খৃঃ পূৰ্ব্বাঙ্গে চাণক্যের কৌশলে নদবংশের মুলোচ্ছেদ এবং চন্দ্রগুপ্তের রাজ্যাভিষেক সাধিত হয়। । প্রাবণ-ৰেলগোলের শিলাফলকে দেখিতে পাই যে, সম্রাটু ! চন্দ্র গুপ্ত জৈনদিগের শেষ শ্ৰুতকে বলা ভদ্র বাস্থকে সন্মান | করিতেছেন ও তাছার শিষ্যত্ব স্বীকারে ও পরামুখ নছেন। ৩৪৭ খ, পূৰ্ব্বাৰে এই ভদ্রবাহুর মৃত্যু ঘটে । পাশ্চাত্য | ঐ, ওহাসিকগণ নন্দ বংশ-ধ্বংসকারী উক্ত চঞ্জ গুপ্তকেই আলেক্‌ সাপারের সমসামরিক ও Sandrukottoও ধরিয়া ভারতীয় | | | | | | | ছ। তহাসের ভিত্তিস্থাপনে অগ্রসর হইয়াছেন । তাছার বলিয়। থাকেন যে,এই Sandrokotto৯কে না পাইলে তাছারা ভারতের । প্রাচীন ইতিহাসের জটিল গ্রন্থি কিছুতেই মোচন করিতে পারি তেন না। কিন্তু পূর্বেই আমরা প্রমাণ করিয়াছি যে, পাশ্চাত্য | BS BBBBBB B BB BBB BB BBS BB BBDS DBBS তায় ইতিহাল-সমুদ্রে উত্তীর্ণ হইবার চেষ্ট৷ করিয়াছেন, তিনি । প্রক ও প্রস্তাৰে আলেক্সাঙ্গরের পূর্ববর্তী। ৩২৬ খৃঃ পূৰ্ব্বাঙ্গে ! श्रt':ग कनामब्र निकूमन नाब्र श्ब्रां छाग्नcङ यtबर्ण कtब्रम । किरू : ৩৭২ খৃষ্টপুৰ্ব্বাৰে চক্স গুপ্তের অস্তিবেক এবং ৩১৬ খৃঃ পূৰ্ব্বাজে i তৎপুত্র বিলুসারের রাজ্যসমাপ্তি ঘটে। [ প্রিাণী মেৰ। ) { অশোক-প্রিন্থদশীই আলেক্সান্দারের শিবিরে উদ্ধত যুবক Sudrakootos নামে পরিচিত। এই উদ্ধত যুবকই কালে সমস্ত ভারতের অধীশ্বর হইয়াছিলেন । তিনি প্রথমে ব্ৰাহ্মণ ভক্ত, তৎপরে জিনধৰ্ম্মামুরাগী ও বৌদ্ধভক্ত হইয় পড়িয়। ছিলেন। র্তাহার চেষ্টাতেই বৌদ্ধধৰ্ম্ম কেবল এসিয়া নহে, মুদুর যুরোপেও প্রচারিত হইয়াছিল। তাহার সভায় থাকিয়া গ্রীকদূত মেগস্থিনেস ভারত-চিত্র প্রকাশ করিয়াছেন। অশোক বৌদ্ধধৰ্ম্ম-প্রচারে অশেষ যত্ন ও আদর প্রদশন করিলেও তাহার পৌত্র দশরথ আজীবক নামক জৈনদিগের প্রতিই যথেষ্ট অমুরাগ দেখাইয়াছিলেন। বরাবরের নিকটস্থ নাগাৰ্জুনশৈলে খোদিত দশরথের অনুশাসনলিপিই তাহার সাক্ষ্য প্রদান করিতেছে । সমস্ত ভারতবর্ষ এক সময়ে মৌর্য্যবংশের একচ্ছত্রাধীন হইয়াছিল । মৌর্য্যবংশ-বিলোপের সহিত পশ্চিম-সিন্ধুপ্রদেশে যবনগণ, উত্তরে লিচ্চিবিগণ ও দক্ষিণে পাণ্ড্য ও চোলরাজগণ প্রবল হইয়াছিল, এমন কি এই সময় ভারতভুমি বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীনরাজ্যে বিভক্ত হইয়া পড়িয়াছিল। নামে মাত্র শুঙ্গগণ রাজচক্ৰবৰ্ত্তী বলিয়া পরিচয় দিতেন। পুষ্যমিত্র শেষ মৌর্য্যরাঙ্গ বৃহদ্রথের সেনাপতি ছিলেন । বৃহদ্রথকে বিনাশ করি । তিনিই আপন পুত্র অগ্নিমিত্রকে মৌর্য্যরাজ্য প্রদান করেন, তাহ হইতেই মিত্রবংশের প্রতিষ্ঠা। { যবন, পুযামিত্র, মৌর্য্য প্রভৃতি শস্ব দ্রষ্টব্য। ] শুঙ্গবংশীয়ের বিদিশায় অধিষ্ঠিত্ত ছিলেন, মালবিকাগ্নিমিত্ৰনাটক হহঁতে তাহার সন্ধান পাই । তৎকালে সমস্ত কলিঙ্গ থারবেল ওরফে ভিখুরাজ নামক একজন জৈনৰূপতির অধীন ছিল, তিনি লালকের পৌত্র ছথিম্মাছের কন্যাকে বিবাহ করিয়াছিলেন এবং কুমুম্বক্ষত্রিয়দিগের সাহাধ্যে মুষিক, শাক্তকণি ও রাজগৃহরাঙ্গকে পরাজয় করিয়াছিলেন । তাহার ভরে রাজগৃহাৰিপ মধুরাই পলাইয়া গিয়াছিলেন। এ সময় দক্ষিণাপথে সাতবাহনবংশীয় রাজগণের অভু্যদয় হইতেছিল। { সাতবাহন-রাজবংশ দেখ। ] প্রায় ১৪৪ খৃষ্ট পুৰ্ব্বাঙ্গে মিলিল (Menander) নামক পঞ্জাবের ঘবন-নৃপত্তি অক্তি প্রৰল হইয়াছিলেন । তিনি অযোখ্যার রাজধানী সংকেতনগরী পৰ্য্যন্ত জয় করিয়াছিলেন। তাহার সমসাময়িক মহাভাৰ্যকার পতঞ্জলি যে সংগ্রামের জাভাস निब्री त्रिबारहन ॥ ००० ५: शूकर्ताप्ल ॐाशद्र ब्राथाकाण ८णय ছয় ও শকগণ প্রাধান্য লাভ করে। - ভারতে শক্ষাধিকার। হরিবংশ ও নানা পুরাণ श्रrड*जाना ধায় যে, সগরের