পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ সর্গ। ২৭৩ AAAAAA AAAA AAAA AAAA AAAA S ডুবিবে বারিধি-নীরে। জলকুলেশ্বর, নাহি কি সলিল তব অতল ভাণ্ডারে ? ইচ্ছ। যদি কর, এই দণ্ডে উঠি উৰ্ম্মিচুড়ে, প্রলয়পবনবেগে, অরিকুলে পার ভাসাইতে । কিন্তু দুরে যাক সেই চিন্তু ” অকস্মাৎ গম্ভীর নিনাদে বদ্ধ হ’ল চিন্তাস্রোতঃ ; হেরিলা জাগিয়া বলী উল্কাপাতসম অগ্নিশিখা, অজগরস্বনে ছাইল নভোমণ্ডল । বীরপদভরে মুহূমুহ কঁপিল মেদিনী। দ্রুতবেগে অস্ত্রাগারে, পশিলেন নৈকষেয় । সাজিতে সমরে। ব্ৰহ্মদত্ত পূৰ্ণ হেরি একদৃষ্টি রহিল চাহিয়া ! মৰ্ম্মভেদিগভীর নিশ্বাস, কহিলা অস্ট্ররবে— “সকলি কি চক্রান্ত দেবের ? নিতান্তই নিষ্ফল হইল আজি অস্ত্র বিরিঞ্চির ? নতুবা এ কিবা প্রতারণা। ক্ষণে ক্ষণে ছায়াসম বিভাসিছে নয়নে যেন বা স্বল্প হতে স্বল্পতর তরঙ্গহিল্লোলে ইতস্তত:পরিব্যাপ্ত বোমকেন্দ্র লঘু । Yw