$00 aोaवृमक्ककथावच्-शक ভাগ I sbbs, &ề sîzan কাছে, মা দয়াময়ী ! স্নেহময়ী। আবার এও সত্য, মা ভয়ঙ্করী কালকামিনী! একাধারে কেন দই ভাব, মা-ই জানেন। ঠাকুরের এই ব্যাখ্যা, মাস্টার স্মরণ করিতেছেন। আর ভাবিতেছেন, শুনেছি, কেশব সেন ঠাকুরের কাছে কালী মানিয়াছেন। এই কি “মন্ময় আধারে চিন্ময়ী দেবী ?” কেশব এই কথা বলিতেন। [ नभाथिन्थ नब्दब्रट्वब्र (éीब्राधकृट्कब्र) घछेौबाफ़ेिब्र थनब्र ] এইবার তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া বসিলেন। স্নান করিয়াছেন দেখিয়া ঠাকুর তাঁহাকে ফলমলাদি প্রসাদ খাইতে দিলেন। তিনি গোল বারান্দায় বসিয়া প্রসাদ পাইলেন। পান করিবার জলের ঘটী বারান্দাতে রহিল। ঠাকুরের কাছে তাড়াতাড়ি আসিয়া ঘরের মধ্যে বসিতে যাইতেছেন, ঠাকুর বলিলেন, “ঘটী আনলে না ?” মাস্টার—আজ্ঞা হাঁ, আনছি। শ্রীরামকৃষ্ণ-বাহ ! A মাস্টার অপ্রস্তুত। বারান্দায় গিয়া ঘটী ঘরের মধ্যে রাখিলেন। মাস্টারের বাড়ী কলিকাতায়। তিনি গহে অশান্তি হওয়াতে শ্যামপুকুরে বাড়ী ভাড়া করিয়া আছেন। সেই বাড়ীর কাছেই কমপথল। তাঁহার ভদ্রাসন বাটীতে তাঁহার পিতা ও ভাইয়েরা থাকিতেন। ঠাকুরের ইচ্ছা যে, তিনি নিজ বাটীতে গিয়া থাকেন, কেননা, একান্নভুক্ত পরিবার মধ্যে ঈশ্বরচিন্তা করিবার অনেক সুবিধা। কিন্তু ঠাকুর মাঝে মাঝে যদিও ঐরাপ বলিতেন, তাঁহার দৈেদবক্রমে তিনি বাটীতে ফিরিয়া ঘান নাই। আজ ঠাকুর সেই বাড়ীর কথা আবার তুলিলেন। শ্রীরামকৃষ্ণ—কেমন, এইবার তুমি বাড়ী যাবে? মাস্টার—আমার সেখানে ঢুকতে কোন মতে মন উঠে না। - শ্রীরামকৃষ্ণ—কেন ? তোমার বাপ বাড়ী ভেঙ্গেচুরে নতন করছে। মাল্টার-বাড়ীতে আমি অনেক কট পেয়েছি। আমার যেতে কোন মতে শ্রীরামকৃষ্ণ (গভীরত্বরে)—সে তোমার যেমন নৌকাতে উঠতে ভয়! ঠাকুরদের ভোগ হইয়া গেল। আরতি হইতেছে ও কাঁসর-ঘণ্টা বাজিতেছে। কালীবাড়ী আনন্দে পরিপণ। আরতির শব্দ শনিয়া কাগাল, সাধ, ফকির সকলে অতিথিশালায় ছটিয়া আসিতেছেন। কার হাতে শালপাতা, কার্য হাতে বা তৈজস-পত্ৰ—থালা, ঘটী। সকলে প্রসাদ পাইলেন। আজ মাটিারও ভবতারিণীর প্রসাদ পাইলেন। 峨
পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১১৩
অবয়ব