পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাষ্মপৰ্ব্ব । ] | Tরটি সহস্ৰ যে রাজার ভিড়নে । সবার আদেশে রাজা প্রবেশিল রণে ॥ ভীমেরে ডাকিয়া বলে শুন বীরবর। সমরেতে বিনাশিলে মম সহোদর ৷ মোর সহ স্থির হয়ে করহ সমর । হস্তীর চাপনে তোমা দিব যমঘর ॥ ১মি ভীমসেন বীর প্রতিজ্ঞ করয় । নিশ্চয় তোমারে আজি দিব যমালয় ॥ যে সকল মাতঙ্গের কর অহঙ্কfর । মুদগর আঘাতে সব লব যমঘর ॥ গদার বাতাস বিন না করি আঘাত । আমার প্রতিজ্ঞ এই শুনহ সাক্ষাৎ ॥ এত বলি গদা ল’য়ে যায় বীরবর। কোপেতে ফিরায় গদা মাথার উপর ॥ দিলেন আপন তেজ ভীমে হৃষীকেশ । উন পঞ্চাশৎ বায়ু গদাতে প্রবেশ ॥ গদা ফিরাইয়া বীর ধায় মহারোষে । উড়াইয়া হস্তিগণ ফেলিল বাতাসে ॥আকাশেতে ঘূর্ণি বায়ু বহে নিরন্তর। গদার বাতাসে তথা উড়িল কুঞ্জর ॥ ঘূর্ণিত বায়ুতে হস্তী ঘূর্ণিমান হয় । অদ্যাবধি ঘুরিতেছে পড়িতে না পায়। একৈক যোজন মধ্যে যত সৈন্য ছিল । গদার বাতাসে ভীম সবে উড়াইল ॥ পৰ্ব্বত কাননে কত পড়ে দেশান্তরে । কতক পড়িল গিয়া সাগর ভিতরে ॥ দেখি সব দেবগণে লাগে চমৎকার । কৌরবের সৈন্যগণ করে হাহাকার ॥ তবে বৃকোদর বীর অতি বেগে ধায় । একঘায়ে কলিঙ্গেরে লয় যমালয় ॥ রখ অশ্ব সহ সব 'গুড়া হয়ে গেল । দেখিয়া কৌরব দলে আতঙ্ক হইল ॥ দেখি দ্রোণাচাৰ্য্য বাণ পূরিল সন্ধান । বাছিয়া বাছিয়া মারে চোখ চোখ বাণ ॥ পছত্ৰ সহঅ বাণ মারে একেবারে । ভীমের শরীর বিদ্ধ করিল প্ৰহারে । জাড্যং নস্য কপালকে ত্ৰিজগতাং হস্তাগ্রতার স্বয়ং। фь» দেখি বীর বৃকোদর চড়ে গিয়া রথে । গদা এড়ি ধনুঃশর লইলেক হাতে ॥ বাণ বৃষ্টি করি বীর নিবারয়ে শর। নিজ অস্ত্রে বিন্ধে পুনঃ দ্রোণ কলেবর ॥ দোহে দোহাপরে করে অস্ত্র বরিষণ । দোহাকার অস্ত্র দোহে করয়ে বারণ ॥ জয়দ্ৰথ নকুলেতে হয় ঘোর রণ । দোহে দোহাকারে বিন্ধে করি প্রাণপণ ॥ শকুনি সহিত যুঝে সহদেব বীর। শরেতে জর্জর হৈল উভয় শরীর ॥ ক্রুদ্ধ হৈল সৃহদেব মন্দ্রিীর নন্দন । শকুনির কাটিলেক হস্ত শরাসন ॥ রথধ্বজ কাটি তার সারথি কাটিল । দিব্য ভল্ল পঞ্চগোটা অঙ্গে প্রহারিল ॥ অস্ত্রাঘাতে শকুনি হইল অচেতন । অন্য রথে উঠাইয়৷ নিল যোদ্ধাগণ ॥ অভিমমু্য দ্রোণপুত্রে বাধিল সমর । দোছে মহাপরাক্রম মহাধনুৰ্দ্ধর ॥ মহাকোপে অভিমনু্য এড়ে ষাটি শর। রথ অশ্ব সারথি লইল যমঘর ॥ অন্য রথে চড়ি দ্রোণপুত্র বিপ্রবর । মারিলেন আৰ্জ্জুনিকে সহস্ৰেক শর ॥ অৰ্দ্ধপথে কাটিলেন অভিমনু্য বীর । সন্ধান পূরয়ে পুনঃ নিৰ্ভয় শরীর ॥ হেনমতে দুইজনে বরিষয়ে শর। সংগ্রামে নিপুণ দুই মহাধনুৰ্দ্ধর ॥ ভুরিশ্রব দ্রুপদে সংগ্রাম অতিশয় । সমান বিক্রম নাহি কারো পরাজয় ॥ শ্ৰীহরি চালান রথ পার্থ ধনুৰ্দ্ধর । ভীষ্মের উপরে বীর বরিষয়ে শৱ ॥ বাণে বাণ নিবারেন গঙ্গার নন্দন । করিলা অর্জুনোপরি বাণ বরিষণ ॥ অস্ত্রে কাটি অর্জন করিল নিবারণ } পুনঃ দিব্য দশবাণ করনে ক্ষেপণ ॥ অশ্ব সহ সারথিরে করেন সংহার। শরাঘাতে ভীষ্মবীর ব্যথিত অপার ।