পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুই পুত্ৰ ল’য়ে ধৃতরাষ্ট্র করে রণ । ৰিংশতি সহস্র সৈন্য বধিল জীবন ॥ মহাক্রোধ উপজিল অর্জন নঙ্গনে । মুড়িল গরুড় বাণ ধনুকের গুণে ॥ হইল গরুড় মূৰ্ত্তি দেখি ভয়ঙ্কর । প্রাণভয়ে নাগ সব পলায় সত্ত্বর = । প্রমাদ পড়িল আর না দেখি নয়নে । গুয়েতে গেলেন নাগ অনন্ত সদনে । জনস্ত বলেন কেন পলাও এখন । শুন ধৃতরাষ্ট্র ভূমি কর গিয়া রণ ॥ মণি নাছি দিলে তুমি আমার বচনে । এখন করছ যুদ্ধ বক্রবাহ সনে । বিনাশ হইবে নাগ তোমার বিচারে । অৰ্জুন নন্দনে কেবা জিনিবারে পারে। জনস্তের বাক্য শুনি বলে নাগগণ । সে কোপে করিবে তুমি নাগের নিধন ॥ আপনি বিদায় কর বক্রবাহনেরে । যাইবে পাইলে মণি আপনার পুরে ॥ তবে ধৃতরাষ্ট্র দিল অনন্তেরে মণি । মণি ল’য়ে নাগরাজ চলিল আপনি ॥ জনস্ত বলেন শুন হে বক্রবাহন । । মণি লহু যুদ্ধে রাজা নাহি প্রয়োজন ॥ ইএত বলি বক্রবাহনেরে মণি দিল । সুদৰ্শন নন্দন তবে বাণ সম্বরিল ॥. ঠুমণি পেয়ে চিত্ৰঙ্গদাস্থত তুষ্ট হৈল। মণির প্রভাবে মৃতসেনা ৰীচাইল ॥ . তবে ধৃতরাষ্ট্র নাগ মনে বিচারিল। আপনার দুই পুত্রে ডাকিয়া কহিল ॥ তোমরা করছ যদি কলঙ্ক ভঞ্জন । । তবে সে রাখিব আমি আপন জীবন ॥ গুৰুষকৃেতু অর্জনের আন গিয়া মাথা । তবে মোর দূর হয় যত মনোব্যাখা ॥ cr :: vరాశార్హాడార్క్షexగాs-rc W - -- g t ,o ধৃতরাষ্ট্র গঞ্জিলেন দুঃখ পেয়ে মনে ' ' . প্রবেশিল শল পাতালেঙে স্বরধিত হৈর । স্নার্জ জন্মেজয় পূর্বের ভারতী। শুন | কদাচিত থল জন মহে শুদ্ধমতি ॥ মণি ল’য়ে বক্রবাহ গেল নিজপুরে। উপনীত হৈল গিয়া মায়ের গোচরে ॥ উলুপী কছিল পুত্ৰ কহ বিবরণ। অনিল কি রত্ন মণি অৰ্জুন-নন্দন ॥ বক্রবাহ রাজা বলে আনিলাম মণি । কিন্তু অর্জনের মাথা না দেখি জননী ॥ বৃষকেতু মুণ্ড নাহি কেবাল’য়ে গেল। তাহা শুনি চিত্রাঙ্গদ কান্দিতে লাগিল। কুণ্ডলে মণ্ডিত মুণ্ড মিল কোনজন । ’ বিলাপিয়া ভূমে পড়ে অর্জন নন্দন ॥ চিত্রাঙ্গদ উলুপী কান্দেন ছুইজনে । তা দেখিয়া পাত্রমিত্র দুঃখ পায় মনে ॥ অন্বেষণ করি মুণ্ড কোথা না পাইল । ভূমে পড়ি সৰ্ব্বজন কান্দিতে লাগিল । পাত্রমিত্র প্রবোধয়ে সে বক্রবাহনে । চিত্রাঙ্গদা উলুপী শাস্তাইল দুইজনে ॥ অধোমুধে বিলাপ করেন নরপতি । পিতৃহত্যা করিলাম হইয়া সন্তাত ॥ এ পাপ শরীর আর না রাখিব আমি । আত্মহত্যা করি আমি শুন গো জননী ৷ শরীর ত্যজিব আমি এই পিতৃশোকে। কৃমি হয়ে দুঃখ ভোগ করিব মরকে ॥ বুঝিনু আমার সম পাপী নাহি আর । বিনা দোষে বিনাশিক্ষু পিতা আপনার ॥ নাগগণে জিনি আমি আনিলাম মণি ৷ কেবা ল’য়ে গেল মুণ্ড কি হবে জননী ৷ উলুপী বলিল ভূমি না কর ক্ৰন্দন । প্রতিকার ইহার করিবে নারায়ণ । এ কৰ্ম্ম অস্থ্যের সাধ্য নহে কদাচন । কৃষ্ণ বিন জানিতে নায়িৰে কোনজন । ভকতবৎসল প্ৰভু জালিবে স্বস্থিত ।