পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধর, তান্ত্রিক ভক্ত প্রভৃতি সঙ্গে, দক্ষিণেশ্বরে [ পরমহংস ত্রিগুণাতীত ও কৰ্ম্মফলের অতীত—পাপপুণ্যের : - অতীত— কেশব সেন ও দল ] . . . . . "পরমহংস তিন গুণের অতীত । * তার ভিতর তিন গুণ আছে, আবার নাই। ঠিক বালক , কোন গুণের বশ নয়। তাই ছোট ছোট ছেলেদের পরমহংসরা কাছে আসতে দেয়, তাদের স্বভাব আরোপ করবে বলে ।” “পরমহংস সঞ্চয় করতে পারে না। এটা সংসারীর পক্ষে নয়, তাদের পরিবারদের জন্ত সঞ্চয় করতে হয়।” তান্ত্রিক ভক্ত—পরমহংসের কি পাপপুণ্য বোধ থাকে ? V, শ্রীরামকৃষ্ণ—কেশব সেন ঐ কথা জিজ্ঞাসা করেছিল। আমি বল্লাম, আরও বলে তোমার দল টল থাকবে না। কেশব বল্পে, তবে থাক মহাশয় । পাপপুণ্য কি জান ? পরমহংস অবস্থায় দ্যাখে তিনিই মুমতি দেন-তিনিই কুমতি দেন। তিতে মিঠে ফল কি নেই ? কোন গাছে মিষ্ট ফল, কোন গাছে তিতে বা টক ফল । তিনি মিষ্ট আম গাছও করেছেন। আর টক আমড়া গাছও করেছেন।” - جی ہتھ তান্ত্রিক ভক্ত—আজ্ঞা হা ; পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত । যতদূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত। শ্রীরামকৃষ্ণ—পরমহংস দেখে, এ সব তার মায়ার ঐশ্বৰ্য্য। সৎ, অসৎ, ভাল, মন, পাপ, পুণ্য। সব বড় দুরের কথা । সে অবস্থায় দল ১ টল থাকে না । -اطم * so [ তান্ত্রিক ভক্ত ও কৰ্ম্মফল, পাপপুণ্য—sin and Responsibility. ] * তান্ত্রিক ভক্ত—তবে কৰ্ম্মফল আছে ? ৫ মাঞ্চ যোহব্যক্তিচারেণ ভক্তিযোগেন সেবতে । স গুণান সমতীত্যৈতান ব্ৰহ্মভুয়ায় কল্পতে। গীতা—গুণত্রয়বিভাগযোগ ১s",