পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীরামকৃষ্ণের দৈনিক চরিত্র—১৮৮৩ Rఏఏ অধরের বাড়ীতে কীৰ্ত্তন। যদু মল্লিকের বাড়ীতে ৮সিংহবাহিনীর সন্মুখে কীৰ্ত্তন ও সমাধি। খেলাতঘোষের বাড়ীতে বৈষ্ণবভক্ত সঙ্গে । উপস্থিত—রাখাল, মণি, অধর, যদু মল্লিক, খেলাত ঘোষের বাটীতে বৈষ্ণব ভক্ত । [ ৩য় ভাগ—৪র্থ খণ্ড ২২-৭-৮৩–আষাঢ় কৃষ্ণা-দ্বিতীয়া । দক্ষিণেশ্বর । দ্বিপ্রহরের পর। বিষয়—মণি মল্লিকের কাশী-পৰ্য্যটন বৃত্তাস্ত কথন । বেলঘরের গোবিন্দ প্রভৃতি ভক্তদের সঙ্গে ব্ৰহ্মতত্ত্ব ও আদ্যাশক্তি বিষয়ে কথোপকথন ও র্তাহীদের প্রতি উপদেশ । পণ্ডিত পদ্মলোচন । উপস্থিত—অধর, মাষ্টার, রাখাল, মণি মল্লিক, গোবিন্দ মুখুয্যে ও তাহার বন্ধুগণ প্রভৃতি । [ ১ম ভাগ—৬ষ্ঠ খণ্ড ১৮-৮-৮৩–শ্রাবণ পূর্ণিমা। বলরামের বাট পরে অধরের বাট । বৈকাল । বিষয়—অবতারতত্ত্ব কথা। বৈষ্ণবচরণের কীৰ্ত্তন | রাখালের সহিত কথা, ‘মা অপরাধ নিসনি, পাতালফোড়া শিব। অধরের জিহবায় অঙ্গুলি দিয়া ঠাকুরের লেখন । উপস্থিত—অধর, মাষ্টার, বলরাম, রাখাল প্রভৃতি । [ ৫ম ভাগ—৭ম খণ্ড, ৪র্থ পরিচ্ছেদ ১৯-৮-৮৩—শ্রাবণ-কৃষ্ণা-প্রতিপদ । দক্ষিণেশ্বর (মধ্যাহ্ন হইতে ) ৷ বিষয়—চাষাধোপা পাড়ায় সিংহবাহিনী দর্শন, তাহার কথা। ঠাকুরের বিষ্ণুপুর মৃন্ময়ী দর্শন। কালুবীর, শ্ৰীমন্ত, দেবকী ও পাণ্ডবদের সুখ দুঃখ । নরেন্দ্রের গান ও ঠাকুরের সমাধি | জ্ঞান ও ভক্তি । উপস্থিত–মাষ্টার, অধর, বলরাম, নরেন্দ্র, কাপ্তেন, কিশোরী। [ ১ম ভাগ—৭ম খণ্ড ২০-৮-৮৩—শ্রাবণ-কৃষ্ণ-তৃতীয়া । দক্ষিণেশ্বরে (রাত্রি ) । বিষয়—মণি ও শ্ৰীযুক্ত হরি চৌধুরীর সহিত কথা । হৃদয়ের অমুখের কথা । ঠাকুরের ব্রহ্ম দর্শনের লক্ষণ ।