পাতা:শিখ-ইতিহাস.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

386 শিখ-ইতিহাস । সঞ্চার হইত ;—সকলেই তাহাদিগকে সম্মান করিত। কোন ব্যক্তি তাহাঁদের বিরাগভাজন হইলে, অথবা সাধারণতন্ত্রের কোন অনিষ্ট সাধন করিলে, তাহারা সময়ে সময়ে সেই ব্যক্তির যথাসর্বস্ব লুণ্ঠন করিত। "আকালি সম্প্রদায় কিছুকাল বিশেষ খ্যাতিপ্রতিপত্তি লাভ করিয়াছিল এবং তাহাদের এই উন্মত্ততা বহুদিন বর্তমান ছিল। অতঃপর রণজিৎ সিংহের অভু্যদয়ে তাহাদের সমস্ত ক্ষমতা ও আধিপত্য ধ্বংস হয়। এই উন্মত্ত সম্প্রদায়কে দমন করিয়া, জনসমাজে আপন অক্ষয় কীর্তি প্রতিষ্ঠা করিতে সেই স্থদক্ষ ও অধ্যবসায়শীল দৃঢ়প্রতিজ্ঞ নরপতির অর্থ ব্যয় এবং কালক্ষয় হইয়াছিল ;–তিনি যৎপরোনাস্তি কষ্টভোগ করিয়াছিলেন।