পাতা:শিখ-ইতিহাস.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের মৃত্যু ૨ SC মানহানিকর (২৩ দুইটি রাজ্যের মধ্যে সম্পূর্ণ একতা বতর্মান, লোকের মনে এই ধারণা বদ্ধমূল করাই,—গবর্ণর জেনারেলের প্রধান উদ্বেগু ; কিন্তু মহারাজ নিজ প্রভুত্ব দৃঢ় করিতে যত্নবান হইলেন । প্রবল ক্ষমতাশালী প্রধান প্রধান ইংরাজ শাসনকর্তৃগণ, তাহাকেই ‘খালসার প্রকৃত নেতা বলিয়া স্বীকার করিয়াছেন,—তিনি শিখজাতিকে সেই বিষয় বুঝাইতে চেষ্টা করিলেন। যুবরাজ গড়গ সিংহের স্বত্ব-প্রভূত্ব স্বীকারে যাহারা ভিন্নমত প্রকাশ করিয়াছিলেন, স্বচতুর শাসনকর্তী হরি সিং তাহীদের অন্যতম। ভাবী উত্তরাধিকারী নিজেও শিখ-জাতির মনোভাব অবগত ছিলেন। এক বৎসর পূর্বে তিনি বোম্বাইয়ের শাসনকর্তার সহিত পত্রাদি লিখিতে আরম্ভ করেন ; উদেপ্ত-অন্তঃসারশূন্ত স্বধ্যাতিপূর্ণ উত্তরাদি হইতে র্তাহার মনে হয়তো কোন আশার সঞ্চার হইতে পারে। ২° রণজিৎ সিং র্তাহীদের এক সম্মিলনের প্রস্তাব করিলেন ; ১৮৩১ খ্ৰীষ্টাব্দের অক্টোবর মাসে শতদ্রু তীরে রূপার নামক স্থানে উfহাদের সম্মিলন সংঘটিত হইল। ইতিমধ্যে ইংলণ্ডের রাজার নিকট হইতে কতকগুলি অশ্ব উপঢৌকন স্বরূপ লাহোরে আনীত হয় ; লেফটন্যান্ট বারনেস সিন্ধুনদ এবং ইরাবতীর পথে সেগুলি লইয়া লাহোরে পৌছেন। গবর্ণরজেনারেলের সহিত কয়েকবার সাক্ষাৎ হইল। কিন্তু একবার চির-বন্ধুত্বের নিশ্চয়তা স্বরূপ, রণজিৎ সিং এক লিখিত সনন্দ পাইবার প্রার্থনা করেন এবং পরে তাহ প্রাপ্ত হন।২৫ তখন জনসাধারণের মনে এই ধারণ জন্মিল যে, অতঃপর ইংরাজগণ র্তাহার পরিবারবর্গের রক্ষণাবেক্ষণ করিবেন ; তাহার বংশধরগণ ইংরাজদিগের সাহায্য প্রাপ্ত হইবেন । পূর্বেই রণজিৎ সিংহের উদেশ্ব কতকাংশে সাধিত হইয়াছিল ; এক্ষণে সে উদ্বেগু সম্পূর্ণ সফল হইল । কিন্তু সিন্ধুদেশ লইয়া তিনি বিব্রত হইয়া পড়িলেন ; তৎপ্রদেশ সম্বন্ধে কতকগুলি অস্তঃসারশূন্য অনিশ্চিত ষড়যন্ত্রের সংবাদ তাহার নিকট পৌছিল ; তিনি আপন বিধিব্যবস্থা স্পষ্টত: উল্লেখ করিলেন ; ভাবিয়া দেখিলেন,—আমৗরদিগের উপযুক্ত সৈঙ্কের অভাব ; তাহার লেফটন্যান্ট বারনেসের কার্যকলাপে বাধা প্রদান করিয়াছেন ; স্বত্তরাং ২৩ । কাপ্তেন ওয়েডের নিকট গবর্ণমেণ্ট লিখিত পত্র ;–তারিখ ১৮৩১ খৃষ্টাব্দের ২৮শে এপ্রিল ; xtt# fN#f55 “#*fà sfi" >ss ?!ài (Murray's “Runjeet Singh.' p, 162.) ২s । এই পত্রাদি সম্বন্ধে পারস্তরাজ সেক্রেটারী ১৮৩০ খৃষ্টাদের ৬ই জুলাই বোম্বাইয়ের পোলিটিকাল সেক্রেটারীর নিকট যে পত্র প্রেরণ করেন, তাহাই দ্রষ্টয্য। ’ রণজিৎ সিংহ স্বয়ং হরি সিংহের শত্রু ছিলেন : কিংবা অনুগত ভূত্য প্রভুর প্রতি বিশ্বাসঘাতকতাচরণ করিয়াছিলেন, তাহ কোনমতেই বিশ্বাসযোগ্য নহে। কিন্তু হরি সিং একজন ধর্মপ্রাণ শিখ বলির পরিচিত ; তিনি একজন উচ্চাশয় ব্যক্তি ছিলেন। খঙ্গ সিং সর্বদাই আপনাকে বিপদসঙ্কুল মনে BBBBBSBBBBB BB DDBB BBB BB BB BBBBBS BBB BBB BBBB BBBBS রণজিৎ সিংহের ব্যগ্রতার বিষয়. এম, আলাড অতিরঞ্জিত ভাবে বর্ণনা করিয়াছেন। স্বতরাং মারের ‘রণজিৎ সিং' গ্রন্থে প্রিন্সেপের বিবরণ হইতে তাহা শিক্ষা করা কর্তব্য। ( Princep's Account in Murray's Runjeet Singh, p. 306) se i wtta Fs atste f`R' ovo è (Murray's Runjeet Singh, p. 166.)