পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাণিজ্য সক্রান্ত সন্ধি ● ● মাণ্ডলে যাইতে পারবে। হারিকী হইতে জলপথে সিন্ধুদেশ অভিমুখে যে সকল পণ্যজাত প্রেরিত হইবে, সেই সকল পণ্যজাত সম্পর্কেও এই নিয়ম প্রযুক্ত হইবে ; মহারাজের অধিকৃত রাজ্যে অথবা তাহার মিত্র-রাজ্যসমূহে, শতদ্রু নদীর পশ্চিম তীরবর্তী স্থানে, মহারাজ বাণিজ্য শুল্কের যে অংশ পাইবেন, নির্দিষ্ট স্থান হইতে মহারাজের কর্মচারিগণ সেই বাণিজ্য-শুদ্ধ সংগ্ৰহ করিবেন। যে সকল বাণিজ্য-ব্যবসায়ী সম্ভবতঃ এই বাণিজ্যপথ অনুসরণ করিবে, মহারাজের কর্মচারিগণ তাঁহাদের নিরাপদ এবং রক্ষার জন্য সাধামত সমুদায় উপায় বিধানে যত্নবান হইবেন ; শতদ্রু নদীর উভয় তীরস্থিত যে কোন স্থানে যদি কোন পণ্য-ব্যবসায়ী রাত্রি-যাপন করিতে ইচ্ছা করেন, তাহা হইলে, উভয় গবর্ণমেণ্টের মধ্যে স্থাপিত বন্ধুত্ব-ব্যঞ্জক সন্ধি-সর্ত অনুসারে, সেই ব্যবসায়ী, থানাদার বা তত্ৰত্য স্থানের ভারপ্রাপ্ত কর্মচারীকে পূর্ব হইতেই আপনার অভিপ্রায় জানাইতে বাধ্য থাকিবেন ; ব্যবসায়ীগণ আপনাপন "দস্তক' বা হুকুমনাম দেখাইয়া সেই থানাদার বা ভারপ্রাপ্ত কর্মচারীর নিকট আশ্রয় প্রার্থনা করিবেন। এইরূপ সতর্কতা সত্বেও, যদি কখনও কোন সময়ে কোন সওদাগর কোনরূপ ক্ষতিগ্রস্ত হন, তাহা হইলে তৎপক্ষে বিশেষ অনুসন্ধান করা হইবে ; এবং অপরাধী ব্যক্তিগণের নিকট হইতে তাহার ক্ষতি পুরণের জন্য সর্বপ্রকার উপায়ানুষ্ঠান অবলম্বিত হইতে পরিবে। পূর্ব বন্ধুত্বের নিয়মানুসারে, রাইট অনারেবল গবৰ্ণর জেনারেল পূর্বোক্ত নদ-নদীসমূহে বাণিজ্যপোত পরিচালনার্থ বর্তমান সন্ধির সর্ত অনুমোদন করায়, তাহার আদেশ অনুসারে এই সন্ধি-সর্ত মতে অধুনী কার্য চলিতে থাকিবে । লাহোর, স্বাক্ষর এবং মোহর ২৬শে ডিসেম্বর, ১৮৩২ শীর্ষস্থানে রহিল।