বিষয়বস্তুতে চলুন

পাতা:পৃথিবী.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৫৬ } সমভূমিতে আফ্রিকার মিশরে ও ভারতবর্ষের বাঙ্গালাপ্রদেশে চতুর্থ যুগের স্তর সংস্থিতি বিশেষ রূপে লক্ষিত হয়। তৃতীয় যুগের শেষ ভাগ ও চতুর্থ যুগ উৎপন্ন স্তর অনেকটা একরূপ তবে প্রভেদ এই যে চতুর্থ যুগের স্তর সকল সমুদ্র কিম্বা নদীর উপকূলেই দৃষ্ট হয় এবং ইঙ্গার, বর্তমান সময়ের ভিন্ন ভিন্ন শম্বুক জাতিতে পরিপূর্ণ। এই প্রস্তাবটি শেষ করিবার আগে—স্বৰ্য্য হইতে পৃথিবীর বাষ্পচক্ৰ খসিয়া অবধি এখন পর্য্যন্ত আমরা কি দেখিলাম, একবার ভাবিয়া লওয়া উচিত । বাষ্পময় গোলক হইতে তরল হইয়া কি করিয়া পৃথিবীপৃষ্ঠ ঘন হইল কি করিয়া সমুদ্র দেশ মহাদেশ পৰ্ব্বত ইত্যাদি সৃষ্ট হইল, কত বিপ্লব পৃথিবীর মস্তকের উপর দিয়া চলিয়। গেল, কি করিয়া প্রথম প্রাণী স্থষ্টি আরস্ত হইয়। ক্রমে উত্তরোত্তর উন্নতি লাভ করিয়া আসিল আমরা সকলি দেখিয়া অবশেষে প্রাণী জন্মের উন্নতির চরম সীমায় মনুষ্য জাতির জন্ম,দেখিলাম । এখন পৃথিবীর জলস্থল একটি নির্দিষ্ট আকার ধারণ করিয়াছে, ": "ী উচ্ছাস, পৰ্ব্বত উত্থান জনিত বিষম বিপ্লব এখন আর সাধারণত সকল স্থানে সৰ্ব্বদা হয় না, তাহ এখন কদাচিৎ এবং স্থানিক হইয়া পড়িয়াছে। শীতাতপ বৈষম্য হেতু ভিন্নদেশে এখন ভিন্ন জাতীয় উদ্ভিদ জন্মিতেছে ।