পাতা:পৃথিবী.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Svo কিন্তু কোথা হইতে সে জলরাশির পার্শ্বগামী গাভ হয়? চন্দ্র ত আর তাহাকে অন্য কোন দিকে গতি দিতে পারে ‘ম, এবং বাহিরের কোথা হইতেও গতি পাইবার সস্তা বন নাই। তবে এ গতি কোথা হইতে আসে ? চন্দ্র কর্তৃক উন্নমিত এই জলরাশি পৃথিবীর ঘূরিবার সময় তাহার কঠিন স্থল অংশের সহিত ঘর্ষণে সেই স্থল ভাগের গতি লইয়৷ গতি পায় —এই কথাটি হৃদয়ঙ্গম করাইবার জন্য একটি সামান্য দৃষ্টান্ত দেখানে যাউক । একটি গোলা চালাইয়া একটি স্থির গোলাকে আঘাত করিলে যেমন সেই গমনশীল গোলার শক্তি পাইয়া স্থির গোলাটি চলিতে থাকে তেমনি পৃথিবীর ঘূর্ণনাল কঠিন ংশের আঘাতে গতি পাইয়। জলরাশি চলিতে থাকে। পৃথিবী যে জলকে এইরূপ গতি দেয়, পৃথিবী এ শক্তি কোথা হইতে পায় ? সে ত আর অন্য কোন স্থান হইতে নুভন শক্তি পাইয়া জলকে চালাইতে পারে না, নিজের যে তাহার তুলনায় ৪০০০ মাইল কিছুই নহে, কাজেই জল স্থলের উপর হুর্য্যের আকর্ষণের বৈষম্য অতি অল্প। সেই জন্য বাস্তবিক পক্ষে পৃথিবীর উপর স্বর্ঘ্যের আকর্ষণ শুক্তি চন্ত্রের অপেক্ষ অধিক হইলেও তাঙ্গতে চন্দ্রর আকর্ষণের মত জলকে স্ফীত করিতে পারে না । চন্দ্র অপেক্ষাকৃত পৃথিবীর অনেক নিকটে অবস্থিত বল্লিয়া ৪০০০ মাইলেই তাহার অাকর্ষণের অনেক তারতম্য হয়। -