পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিৎসভেশানন্দৰ্ত্তীর্থ পূৰ্ব্বপার্শ্বেস্থিত বিতিবেতীর ভগ্নাবশেষের নিকট একটা মহাদেবের মন্দির রহিয়াছে, উক্ত মন্দিরে ১৫৫৯ সম্বতে উৎকীর্ণ একখানি শিলাফলক আছে । চিরোতি (ত্রি) নানাবিধ তৃপ্তিযুক্ত । “তুরিরবর্পসশ্চিত্রোতয়েবামজাতাঃ” ( ঋক ১০১৪ •{৩ । ) “চিত্রোতয়: চিত্র বিচিত্র উতিস্তৃপ্তির্যাসাং তাস্তথোক্তাঃ’ ( সারণ ) { চিত্রোৎপলা, ১ উৎকলের একটী বিখ্যাত নদী । ( উৎকলখ" ১১ অঃ) ইহার বর্তমান নাম চিতরতলা । [ চিতরতলা দেখ। ] ২ পুরাণোক্ত আর একটা নদী । মাৰ্ত্তণ্ডেয় ও মৎস্তপুরাণের মতে, ইহা ঋক্ষপাদনিঃস্থত । ( মার্কণ্ডেয় পুং ৫৭৷২২, মৎস্ত ১১৩২৫, বামন ১৩ অঃ ) ! চিত্রোপল (স্ত্রী ) চিত্রউপলে যন্তাং বহুত্ৰী, স্ক্রিয়াং টাপ । নদীভেদ। “চিত্রোপলাং চিত্রপথাং ” (ভারত স্ত্রীপ ৯ অঃ)। চিত্রেীদন (ক্লী ) কেতুপুজায় দেয় বিচিত্র অল্পবিশেষ । “চিত্রেীদনঞ্চ কেতুভ্য: সৰ্ব্বভক্ষ্যৈ: সমৰ্চয়েৎ ” (গ্রহযাগতত্ব ) { চিত্রাক্স দেখ । ] চিত্র্য (ত্রি) চিত্র কৰ্ম্মণি যপূ। ১ পূজ্য। “হুর্য্যোম ধখে দিবি চিত্র্যং রথং ” ( ঋক্ ৫৬৩৭ ) ‘চিত্রং পুজ্যং’ (সায়ণ )। ২ চায়নীয় । “চিত্র চিত্র্যং ভরা রয়িং নঃ ” ( ঋক্ ৭২•৭ ) “চিত্র্যং চায়নীয়ং ( সায়ণ)। চিদ (অব্য) চিৎপৃষো (সায়ণ) ১ অপার্থ। “শিরিণায়াং চিদত্ত না” (ঋক ২১-৩) শীৰ্য্যন্তেহস্তাং ভূতানীতি শিরিণ রাত্রিঃ অস্ত্যামপি । (সায়ণ) ২ এব। “অমর্ত্যং চিদাসং মন্ত্যমানম” (ঋক্ ২।১১২) । ‘অমর্ত্যং চিৎ মরণধৰ্ম্মরহিতমেব’ (সায়ণ ) । ৩ চকারার্থ “জরাং চিন্‌মে নিঋতির্জগ্রসীত” (ঋক্ ৫৪১১৭) জিরাং চিজরাং চ’ ( সায়ণ)। ৪ পুজা । “ভূরিচিদর্য্যঃ সুদাস্তরয়েষা” ( ঋক্ ১।১৮৫৯ ) ভুরি চিৎ চিৎ পূজায়াং ! ( সায়ণ) । ৫ কুৎসা । “আরাত্রচ্চিচ্ছবসে অস্তমাপুং” ( ঋক্ ১১৬৭৯ ) “চিদিতি কুৎসায়াং ! ( সায়ণ ) । ৬ পাদপুরণে। "ত্বং চিন্মন্তসে রয়িং” ( ঋক্ ৫,২০১ । ) “চিদিতি পাদপুরণ: ) ( সায়ণ ) ৭ অসাকল্য। ৮ উপমা । “অৰ্থ নিপাত উচ্চাবচেম্বর্থেযু নিপতত্ত্যপমার্থে ইপি * ৯ কুৎসিত । ( নিরুক্ত ১৪ ) কিং শব্দের পরস্থিত চিৎ শব্দ পূৰ্ব্বে থাকিলে তিঙন্ত পদ উদাত্ত হয় না । ( পা ৮১৪৮) চিৎশবা পরে থাকিলে তিঙস্তপদও উদাত্ত হয় না । (প ৮১৫৭ ) চিৎশব্দ উপমার্থে প্রযুক্ত হইলে বাক্যের অস্ত্যস্বর হইতে শেষ বর্ণ পৰ্য্যস্ত অমুদাত্ত স্বর প্লত হইবে । (চিদিতি চোপমার্থে প্রযুজ্যমানে। পা ৮২১০১ ) চিৎসভেশানন্দন্তীর্থ, সচ্চিদানন্দতীর্থের শিষ্য, ইনি আক শোপন্যাস নামক সংস্কৃত বৈদাস্তিক গ্রন্থ প্রণয়ন করেন। [ ৩১৯ ] চিদম্বরম চিৎভূখ, একজন বিখ্যাত টীকাকার ও নৈরায়িক । ইনি গৌড়েশ্বরাচার্য্যের শিষ্য ও সুখপ্রকাশ মুনির গুরু। ইনি বড় দর্শনসংগ্রহকৃত্তি, আনন্দবোধের স্থায়মকয়ঙ্গের টীকা, প্রত্যক্তত্বদীপিকা বা চিৎমুখী প্রভৃতি গ্রন্থ রচনা করেন । ইহার চিৎমুখী গ্রন্থে উদয়ন, উদ্যোতকর, কুমারিল, পদ্মপাদ, বল্লভ, বাচস্পতি, স্বরেশ্বর প্রভৃতির নাম উদ্ভূত হইয়াছে। কাশীখগুটীক্ষাকার রামানন্দ চিৎমুখরচিত ব্ৰহ্মত্ত্বতি ও শ্ৰীধরস্বামী ইহার কৃত বিষ্ণুপুরাণটীকার উল্লেখ করিয়াছেন । চিদম্বর, একজন বিখ্যাত সংস্কৃত গ্রন্থকার। অনন্তনারায়ণের পুত্র ও কৌশিক স্বৰ্য্যনারায়ণ দীক্ষিতের পৌত্র। ইহার পুত্রের নামও অনন্তনারায়ণ । ইনি ভাগবতচম্পু, শব্দার্থচিস্তামণি ও তাহার টীকা এবং কথাত্রীব্যাখ্যান বা রাখবযাদবপাগুৰীয় রচনা করেন । কঁথাত্রীব্যাখ্যানের কতকাংশ তাহার পুত্র অনস্তনারায়ণেরও রচিত । চিদম্বরম, ১ মাস্ত্রাজ প্রেসিডেন্দির দক্ষিণআর্কট জেলার অন্ত গত একটা তালুক। পরিমাণ ৩৯৩ বর্গমাইল, তন্মধ্যে প্রায় ২৭৯ বর্গমাইল পরিমিত স্থানে কৃষিকাৰ্য্য হয়। অধিবাসীগণের প্রায় ২ অংশ মুসলমান, অবশিষ্ট হিন্দু । ইহার প্রধান নগর চিদম্বরম ও পোর্টোনভে । ২ পূৰ্ব্বোক্ত চিদম্বর তালুকের প্রধান নগর ও একটা প্রাচীন তীর্থ, ইংরাজের চিলম্বরম বলিয়া থাকেন। এই নগর কন্দালুরের ২৫ মাইল দক্ষিণে সমুদ্রকুল হইতে ৭ মাইল দূরে অবস্থিত। অক্ষা ১১- ২৪ ৯% উ:, দ্রাঘি’ ৭৯° ৪৪' ৭" পূঃ । তালুকের সদর বলিয়া এখানে জেলার অধীনস্থ কালেক্টরী, দেওয়ানি ও পুলিস আদালত, ডাকঘর ও সাহেবদিগের বাঙ্গলা ইত্যাদি আছে । অধিবাসীগণের একচতুর্থাংশ রেসম ও কাপাসবক্স বপন করিয়া থাকে। এখানে চিদম্বরেশ্বর দেবের উৎসব উপলক্ষে প্রতিবৎসর পৌষমাসের শুক্লপঞ্চমী হইতে পূর্ণিমা পৰ্য্যন্ত একটা মেলা হইয়া থাকে। মেলায় চতুর্দিক হইতে প্রায় ৫ • ৬০ হাজার লোক দেবদর্শন ও ব্যবসাদি উপলক্ষে আসিয়া থাকে । দাক্ষিণাত্যে ইংরাজ-ফরাসী বিপ্লবের সময় চিদম্বরম একটা সেনানিবাস মধ্যে পরিগণিত হয় । ১৭৪৯ খৃঃ অব্দে কাপ্তেন কোপ্‌ দেবীকোটের আক্রমণে বিফল মনোরথ হইয়া ফিরিয়া আসিবার সময় সসৈন্তে এখানে উপস্থিত হন। ১৭৫৩ খৃঃ অঙ্গে ফরাসীরা ইংরাজ সৈন্তদিগকে এই স্থান হইতে তাড়াইয়া দেয় । ১৭৫৯ খৃঃ অব্দে ইংরাজের ইহা দখল করিতে চেষ্টা করেন, কিন্তু সিদ্ধকাম হন নাই । ১৭৬০ খৃঃ অব্দে ফরাসীগণ হয়দারআলীকে চিদম্বরম অর্পণ করিলে তিনি পরিখা প্রাচীরদিত্বারা