পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোম-সাম্রাজ্য করিওলেনাস তাহ প্লেবিয়ানদিগকে দিতে নিষেধ করেন। তাহাতে প্লেবিয়ানগণ র্তাহাকে সংহার করিবার চেষ্টা করে, কিন্তু কন্সলগণের কৌশলে তিমি উদ্ধার পান, কিন্তু সেই জপরাধের জন্য নির্বাসিত হইলেন। করিওলেনাস নির্বাসিত হইয়া ভলসিয়ানগণকে রোম আক্রমণে উত্তেজিত করিলেন। তাহার র্তাহাকে সেনাপতি করিয়া রোম আক্রমণ করিতে পাঠাইল । করিওলেনাস প্রবল প্রতাপে অনেক নগর লুণ্ঠনাদিপূৰ্ব্বক রোম আক্রমণ করিলেন। রোমের পুরোহিত ও প্রধান প্রধান সন্ধান্ত ধ্যক্তিগণ করিওলেনাসের নিকট রোমরক্ষা করিবার প্রার্থনায় গমন করিলেন। কিন্তু তিনি কিছুতেই কৰ্ণপাত করিলেন না। অবশেষে রোমের রমণীবৃন্দ, করিওলেনাসের জননী ভেটুরিয়া এবং স্ত্রী ভলানিয়াকে অগ্রবর্ধিনী করিয়া রোমরক্ষার জন্য করিওলেনাসের শিবিরে গমন করিলেন। ইহঁদিগের বিলাপে বিচলিত হইয়া করিওলেনা বলিলেন –“মাত: তুমি রোম রক্ষা করিলে, কিন্তু পুত্রকে হারাইলে ।” তৎপরে তিনি ভনশিয়ানদিগকে ফিরাইয়া লইয়া গেলেন। কেহ বলেন যে, ভলিয়ানগণ এই কাৰ্য্যের জন্ত তাহাকে নিহত । করিয়াছিল। কেহ বলেন, তিনি বৃদ্ধকাল পর্য্যন্ত বাচিয়া ছিলেন এবং সৰ্ব্বদাই বলিতেন, “বিদেশীয়দিগের মধ্যে বাসের কষ্ট বুদ্ধ ভিন্ন অন্ত কেহ বুঝিতে পারে না।” ৪৭৭ খৃ: পূ: ভিয়েন্টাইনগণের সহিত একটা যুদ্ধ হয়,তাহাতে রোমকগণ জয় লাভ করে এবং কন্সল টাইটাস মেনেলিয়াসের আদেশে সমগ্র তিয়াইগণ সমূলে নিষ্ট হয়। কেবল উক্ত বংশের একটা মাত্র বালক রক্ষা পাইয়া উত্তরকালে রোমের ইতিহাসে খ্যাতি লাভ করিয়াছিল। ৪৫৮ খৃ: পূ: একুইয়ানগণের সহিত একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়। সিসিনেটাসের অদ্বিতীয় রণকৌশলে রোমকগণ জয় লাভ করিল। যৎকালে সিন্‌সিনেটাসকে সেনাপতিত্বে বরণ করিতে গিয়াছিল, তৎকালে তিনি ক্ষেত্রে হলচালনা করিতেছিলেন। তৎপরে ওঁাছার পর রেসিলিয়া-প্রদত্ত সামান্ত পরিচ্ছদ ধারণ করিয়া রাজসভার গমন করেন এবং তথায় ডিক্টেটর বা রোমের সর্বময় কৰ্ত্ত নিযুক্ত হন। অসামান্ত প্রতিভাবলে রণকৌশলে শত্রসৈন্ত পরাজিত করিয়া জয়মাল্যে ভূষিত হইয়া তিনি রোমে প্রত্যা গমন করেন । এই সময় এটান্ধানগণের অধঃপতন ঘটে। সাইরাকিউজের রাজা নীরে এটাস্কানদিগকে কিউমিয় নৌযুদ্ধে সম্পূর্ণরূপে পরাস্ত করেন। ম্পিউরিয়াস ক্যালিয়াস্ প্রবর্তিত এগ্রিরিয়ান আইন লইয় পেটশিয়ান ও প্লেবিয়ানগণের মধ্যে বরাবর বিরোধ চলিতে থাকে। পরে ৪৭১ খৃঃ পূঃ টিবিউন পাবলিলিয়াস ডলের [ $७ ] রোম-সাম্রাজ্য -- ‘পাবলিয়ান’ নামক আইন বিধিবদ্ধ করেন। ইহার প্লেবিয়ানগণের স্বাধীনতা-বৃদ্ধি হয়। তৎপরে ৪৬২ খৃঃ পূঃ টিবিউন কেয়াস টেরেস্টিলিয়াস্ আর্সা"র প্রস্তাবে দশজন ব্যক্তি লইয়া আইন প্রণয়নের জন্ত একটা সমিতি গঠিত হয় । কিন্তু ইহাতে পেটিশিয়ানগণ অনেক আপত্তি করিলেন। অবশেষে ৮ বৎসর বিরোধের পরে তাহার তিনজন বিস্তুব্যক্তিকে গ্ৰীসদেশে সোলনের আইন সংগ্ৰহ করিতে প্রেরণ করেন। তাহারা তথায় দুই বৎসর থাকিয় রোমে প্রত্যাগমন করিলেন। ৪৫২ খৃঃ পুঃ দশজনের দ্বারা একটা সমিতি গঠিত হইল। এই সমিতি সৰ্ব্বেসৰ্ব্বা হইয়া শাসনদও পরিচালন করিতে লাগিলেন । ইহঁদের মধ্যে এপিয়াস ক্লডিয়াস ও টাইটাস জেনিউশিয়াস কন্সল নিযুক্ত হইলেন । এই সমিতি দশট প্রধান বিধি সঙ্কলন করিলেন, তাহাই সৰ্ব্বষাদি-সম্মতিক্রমে আইনে পরিণত হইল । এই আইনে রোমের উভয় শ্রেণীর মধ্যে অনেক সাম্য স্থাপিত হইল। ডিসেম্ভিরেটগণের শাসনে সকলেই সস্তুষ্ট হইয়া পুনরায় তাহাদিগকে নিযুক্ত করেন। পূৰ্ব্বতন ব্যক্তিগণের মধ্যে কেবল এপিয়াস স্বপদে প্রতিষ্ঠিত থাকিলেন এবং সাধারণের প্রতি অত্যাচার আরম্ভ করিলেন। পূৰ্ব্বোক্ত আইনের ১০ট ধারায় আর ইট বিধি সংযুক্ত হইয়া ১২ট বিবিতে পরিণত হইল। ৪৪৯ খৃ: পূ: একুইআন ও সেবাইনগণ পুনৰ্ব্বার রোম আক্রমণ করল। এপিয়াস স্বয়ং যুদ্ধক্ষেত্রে না যাইয়া রোমে থাকিলেন । কিন্তু তাহার প্ররোচনায় নিভকতম সেনাপতি ডেণ্টাটাস গুপ্তভাবে হত হইলেন। ইনি ১২ বার যুদ্ধে জয়লাভ করিয়াছিলেন । তৎপরে এপিয়াস্ অন্যতর সেনাপতি ভার্জিনিয়ার অলৌকিক রূপবতী কন্যাকে বল পুৰ্ব্বক হস্তগত করিবার জন্য নানা উপায় অবলম্বন করেন। উপায়াস্তুর না দেখিয়া ভার্জিনিয়া স্বীয় কনার বক্ষে ছুরিকাঘাত করিয়া তাহার উদ্ধার সাধন করেন। এপিয়াসের এইরূপ অত্যাচারে প্রেবিয়ান গণ উত্তেজিত হইয়া উঠিল এবং দ্বিতীয়বার তাহার রোমনগর পরিত্যাগ করির অন্যত্র গিয়া বাস করিতে লাগিল। তখন পেটিশিয়ান পক্ষ নিরুপায় হইয়া এল ভালেরিয়া এবং এমহোরেশিয়ান্‌ নামক দুই ব্যক্তিকে প্লেবিয়ানদিগের সহিষ্ক সন্ধিস্থাপনে প্রেরণ করিলেন । ডিসেম্ভর বা দশ-সমিতি বিলুপ্ত হইল এবং উপরোক্ত দুইবাক্তি কন্সল নিযুক্ত হইলেন। তাছার পুনরায় আইন সংস্কার বরিয়া প্লেবিয়ানদিগের অনেক সুবিধা প্রদান করিলেন। ডিসেম্ভরগণের মধ্যে এপিয়ান কারারুদ্ধ হইয়া আত্মহত্যা করিলেন এবং অন্যান্য অনেকে কেহ নিৰ্ব্বাসিত ও কেহ হত হইলেন। তাহাজের ধনসম্পত্তি বাজেয়াপ্ত হইল। ডিসেভিয়েট ৰ৷ দশশাসন ৪৫১ & 8* * পূ: