পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৭০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসস্তরোগ .


ক্রমশঃ পুত্ব সঞ্চিত হইতে দেখা যায়। ঐ স্বচ্ছ রস ও পুরের মধ্যে এক প্রকার আবরণ থাকে ; পুত্ব বৃদ্ধি প্রাপ্ত হইলে উহা অদৃশু হইয়া যায়, এই অবস্থাকে ੇ। (Pustale) pre i się সময়ে প্রদাহ জন্ত গুটির চতুস্পার্থে লাল রেখা দেখা দেয়। অষ্টম দিবসে স্ফোটকগুলি পূয় দ্বারা পরিপূর্ণ হওয়াতে গোলাকৃতি ও উচ্চ দেখায় । ইহাকে পরিপক্কাবস্থা ( Maturation ) বলে। এই সময় উহার কোটয় যেন নানা অংশে বিভক্ত বোধ হয়। ৯ হইতে ১১ দিবসের মধ্যে কতকগুলি বিদীর্ণ হইয় যায় এবং অবশিষ্টগুলি শুষ্ক হইয়া আইসে। বিদীর্ণ হইলে পীতাভ পাটল বর্ণকছু উৎপন্ন হয়। ১১ হইতে ১৪ দিনের মধ্যে উক্ত কচ্ছগুলি জ্বলিত হইতে থাকে । কছু পতিত হইলে চৰ্ম্মে লাল লাল দাগ থাকিয়া যায় ; স্ফোটক গুরুতর হইলে দাগসমূহ কিঞ্চিৎ *ाडैौह हज़, हैशंएक Pit8 तटन । গুটিকার সংখ্যানুসারে সাধায়ণ লক্ষণের অনেক পরিবর্তন ঘটে । গুটির সংখ্যা অধিক হইলে মস্তক, গলদেশ, অক্ষিপল্লব ও শরীরের অষ্টান্ত স্থান শীত, চৰ্ম্ম গাঢ় লালবর্ণ এবং উহাতে কগুয়ন থাকা বশত: নখাঘাতদ্বারা বৃহৎ বৃহৎ ক্ষতযুক্ত এবং নান স্থানের প্লৈয়িক ঝিল্লীও আক্রান্ত দেখা যায় । গলাভ্যস্তরে গুটি চষ্টলে বেদন, লাল নিঃসরণ এবং আহার করিতে কষ্ট হয়। নাসিকাতে হইলে নাসিকার নিঃস্রাব বৃদ্ধি পায় ও নাসারন্থ রুদ্ধ হইয়া যায়। লেরিংস, টেকিয়া, বা ব্ৰহ্মাই আক্রান্ত হওয়াতে কাসি, স্বরতঙ্গ এবং সময় সময় শ্বাসকৃচ্ছ উপস্থিত হয়। মূত্ৰমার্গের প্লৈয়িক ঝিল্লী আক্রান্ত হইলে মুত্রত্যাগে জাল ও কখন কথন রক্তশ্রীব অর্থাৎ হিমেটিউরিয়া ( Hematurin ) হইয়া থাকে । চক্ষু আরক্তিম, সজল, বেদনাযুক্ত এবং স্ফীত হয়। রোগী আলো দেখিতে কষ্ট বোধ করে। কখন কখন রোগীর উদরাময় হষ্টয় থাকে । গাত্র হইতে এক প্রকার দুর্গন্ধ বাহির হয় । স্ফোটক বহির্গত হইলে জরের কিঞ্চিৎ বিরাম হয় ; কিন্তু পুত্ব হইবার সময় পুনৰ্ব্বার শীত ও কম্পেন্ন সহিত জর উপস্থিত হইতে দেথা যায়। উহাকে দ্বিতীয় জর বা সেকেণ্ডারি (Secondary) ফিভার কহে । এই সময়ে উত্তাপ ১৯৪ হইতে ১০৫ পর্য্যস্ত উঠিয়া থাকে এবং তাছা ক্রমশঃ হ্রাস পায়। নাড়ীর গতি ক্রত, পিপাস৷ বতি, জিছা ও মুখভ্যস্তয় শুষ্ক ; রোগ কঠিন হইলে বিষ্কারের লক্ষণ সকল উপস্থিত হইয়া পাকে । ইহার কর্তুগুলি সাধারণতঃ মামাপ্রকারের হইয়া থাকে। যথা—(১) ডিসক্রিটু ( Discrete ) অর্থাৎ অসংযুক্ত । छेहाङ औदरनग्न श्रोत्रक माहे ; शचच नकल बृश् । वितनिtशग्न w:স্তাদগমকালে হইলে গুরুতর হইতে পারে। ( & ) ਬਰ੍ਹਾਂ ( Couflueut) wefte, xrfoe ; retroe [ १०8 ] -*--------------- বসন্তরোগ প্রথমে শরীরে বহুসংখ্যক ক্ষুত্র ক্ষুদ্র ও সামান্ত উচ্চ প্যাপিউল বহির্গত হয় এবং শীঘ্র পরম্পর মিলিত হইতে দেখা যায় । তেসিকেল ও পষ্টিউল অবস্থায় উহার অধিক মিলিত হয়। গুটি সকল দেখিতে অনুচ্চ,কিন্তু বিস্তৃত এবং জলবৎ সিরম, পুর, কিংবা রক্তে পরিপূর্ণ থাকে। মস্তক, মুখমণ্ডল এবং কণ্ঠদেশেই বহুসংখ্যক দেখা যায়। উহার শুষ্ক হইলে মুখোপন্ধি একটা বৃহদাকার শুষ্ক চৰ্ম্মশ্বও পতিত হয় ; তাহ উঠিয়া গেলে, গভীর দাগ সকল উৎগল্প হইয়া থাকে। গুটিগুলির মধ্যৰৰ্ত্তী স্থানে রেখা দেখা যায় না, সমস্ত স্বকৃ কৃষ্ণাত লোহিত বর্ণ হয় । ইহাতে প্রথম জরের বিরাম হয় না, কিংবা দ্বিতীয় জর বিশেষরূপে প্রকাশ পায় না। অস্থিরতা, প্ৰলাপ প্রভৃতি কঠিন স্নায়বিক লক্ষণ সমূহ বর্তমান থাকে। ইহা অত্যন্ত সাঙ্গাতিক এবং ইহাতে নান প্রকার কঠিন উপসর্গও উপস্থিত হয়। ডাক্তর কলি ( Colli ) বলেন যে, গুটিগুলিতে যদি পূয় না জন্মে এবং রোগীর মুখমণ্ডল ময়দায় আঠার বর্ণ দেখায়, তবে রোগ সাংঘাতিক হয় । ( 3 ) sisters (Semiconfluent ), Ggl Berats: প্রকায়দ্বয়ের মধ্যবর্তী। ইহাতে গুটিগুলি স্বতন্ত্র কিন্তু নিকটবর্তী থাকে ; জীবনের আশঙ্কা নাই । ( e ) দলবদ্ধ (Corymbose )—অর্থাৎ দেখিতে প্রাক্ষ গুচ্ছবৎ ; ইহা অত্যন্ত সাতঘাতিক। ( ) ম্যালিগনেণ্ট ( Malignant ) অর্থাৎ সাতঘাতিক । ইহাতে গুটিগুলি দেখিতে কৃষ্ণবর্ণ কিংবা রক্তে পরিপূর্ণ থাকে। কখন কখন নানাস্থান হইতে রক্তস্রাব; মুখমণ্ডলে মালিন্ত, অস্থিরত, প্ৰলাপ, অচৈতন্য প্রভৃতি লক্ষণ সকল বর্তমান থাকে। চৰ্ম্মে ক্ষতৰিগলন,বা পেটক দৃষ্ট হয়। প্যাপিউলার,ভেসিকিউলার কিংবা পষ্টিউলার অবস্থায় গুটির মধ্যে রক্তস্রাব হইলে, যথাক্রমে ভোরওলা, হেময়েজিক,প্যাপিউলোজা,ভেসিকিউলোজা ও পষ্টিউলোজ প্রভূতি মামে অভিহিত হয় । এই প্রকার বসন্তরোগাক্রস্ত ব্যক্তিদিগের গাত্র হইতে একটী বিশেষ দুৰ্গন্ধ বহির্গত হইয়া থাকে। মল মূত্রের সহিত রক্তস্রাব হইতে দেখা যায় এবং ষষ্ঠ, সপ্তম বা অষ্টম দিবসে মৃত্যু হয়। এতদ্ব্যতীত তেরিওলা নাইগ্রা(VariolaNigra) অর্থাৎ ব্ল্যাক্ স্মল পক্স ( Black all Pox ) একটী অতি সাংঘাতিক প্রকার ষলন্ত । ইহার গুটিগুলি দেখিতে বেগুনি বর্ণ বা কালির দাগের স্থায়। ইহাতে চক্ষুর খৈয়িক ঝিল্লীতে রক্তশ্রাব হয়, ও কনীনিষ্কার চতুস্পার্থে শোণিপ্ত সংঘত হয়। এই #ीफ़ांद्र शृङ्गा •र्षांख जॉन बर्डयाम थाहरू । नैौफ़ांङ्ग फूठौद्र दा পঞ্চম দিৱসে মৃত্যু হয়। (•) fatta (Benign) tro, (Horn) s srit, পৰ্ব্ব (Wart Pock )—ইহাতে গুটিসমূহের অভ্যন্তরে পুত্ব সঞ্চিত্ৰ