পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

აჭ® যশোহর-খুলনার ইতিহাস। যাহার জন্মভূমি ছিল, সেই বঙ্গকবিকুলশিরোমণি মাইকেল মধুসূদন দত্তের ফুন্সি হইতে লিখিত পত্রে পরিচয় দেয় – “বহুদেশে দেখিয়াছি বহু নদদলে কিন্তু এ মেহের তৃষা মিটে কার জলে ? দুগ্ধস্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।” আমরা এতক্ষণে দেখিতে পাইলাম, যে যশোহর খুলনা যে ভূভাগের অন্তর্গত ইহাই গাঙ্গরাষ্ট্র বা গাঙ্গোপদ্বীপ। এদেশ গঙ্গাজলবাহিত হিমালয়ের গাত্রধৌত পলি হইতে উৎপন্ন। প্রথমে এস্থান সমুদ্রগর্ভস্থ ছিল ; পরে গঙ্গার পলিতে যেমন দ্বীপ হইতে থাকে, সমুদ্রও তেমনি দক্ষিণে সরিয়া যায়, সঙ্গে সঙ্গে গঙ্গার সঙ্গমও দক্ষিণে সরিয়াছে। মধ্যবৰ্ত্তী প্রদেশে প্রথমতঃ অসংখ্য দ্বীপের সমষ্টি ছিল, পরে উহার অনেকগুলি মিশিয়া, একত্র হইয়া, উন্নত হইয়া এমন উৰ্ব্বর হইয়াছিল যে জগতে তাহার তুলনা নাই। এই সমুর্বর দেশে ক্রমে লোকের বসতি স্থাপিত হয়। প্রথমতঃ বাগদি প্রভৃতি নানা অসভ্যজাতি এস্থানের অধিবাসী হয় ; ক্রমে এদেশে আর্য্যজাতির আবির্ভাব হয়। সেই সময় হইতেই আর্য্য সভ্যতার আরম্ভ হয়। সেই আৰ্য্য সভ্যতা এখনও চলিতেছে। গাঙ্গোপদ্বীপের এই দীর্ঘ জীবনকে সাতটি প্রধান যুগে বিভক্ত করা যায়। প্রথম মহাভারতীয় যুগ হইত্রে খৃঃ পূৰ্ব্ব তৃতীয় শতাব্দীতে অশোকের রাজত্বকাল পর্য্যন্ত আদি যুগ। ২য়—অশোকের সময় হইতে খৃষ্টীয় দশম শতাব্দী পর্যন্ত ১২১৩ শত বৎসর জৈন বৌদ্ধ যুগ। ৩য়—পরবর্তী দুই শত বৎসর সেনরাজগণের হিন্দু যুগ । ৪র্থ–পরবর্তী ৩০০ বৎসর পাঠান শাসন। ৫ম—৫-৬০ বৎসরকাল বার ভূঞার আমল। ৬ষ্ঠ–পরবর্তী ১৫০ বৎসর মোগল রাজত্বকাল। ৭ম—বিগত শতাধিক বৎসর ইংরাজ শাসন। প্রথম যুগে আমাদের আলোচ্য যশোহর-খুলনা জেলা বকদ্বীপের অন্তর্গত ছিল ; এই বকদ্বীপেরই নামান্তর উপবঙ্গ। বৌদ্ধযুগে • *The great chasm which divided the ancient Barendra and Rarh Divi: sions of Bengal, has thus gradually disappeared and in its place we have a: rich alluvial tract which as respects fertility, yields the palm to no other country on the face of the globe.”-Ram Sanker Sen's Agricultural Statio tics of Jessore, p. 4