পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তামল-যুগ। ኟ¢ፃ সমতট শাসন করে কে ? যশোহর-খুলনার যে অংশে বিপ্লবের পর হিন্দু বৌদ্ধপ্রজা বাস করিতেছিল, তাহারা দস্থ দুৰ্ব্বত্তের উৎপাতে মহাবিভ্রাটে পড়িয়াছিল। গৌড় অধিকার করিয়াই পাঠানেরা বঙ্গের রাজা হয় নাই। তাহাদিগকে বঙ্গ অধিকার করিতে অনেক দিন লাগিয়াছিল। পাঠান আমলে সমগ্র বঙ্গদেশ কখনও তাঁহাদের সম্পূর্ণ অধিকারে আসিয়াছিল কিনা ঘোর সন্দেহ। মহম্মদ খিলিজীর পরবর্তী পাঠান রাজারা সৰ্ব্বদা দেশীয় জমিদার ও প্রজার সহিত অধিকার লইয়া ব্যস্ত ছিলেন। তাহাতে আবার দিল্লীর সম্রাটুকে সন্তুষ্ট রাখিতে হইত। মহম্মদ-ই-বক্তিয়ার যখন মগধে আসিয়াছিলেন, তখন লর্ড ক্লাইবের মত র্তাহাকে কেহ চিনিত না, মানিত না । পরে তিনি বঙ্গ অধিকার করিয়া যখন দিল্লীশ্বর কুতব উদ্দীনকে সংবাদ দিয়াছিলেন, তখনই তাহার পরিচয় হয়। তিনি কুতবের নির্দেশমত বঙ্গবিজয় করিয়াছিলেন, ইহার বিশেষ কোন প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। তিনি শক্রর দেশে আত্মপ্রাধান্ত অক্ষুণ্ণ রাখিবার জন্য দিল্লীশ্বরের সহায়তার প্রত্যাশায় তাহার অধীনতা ঘোষণা করেন। তখন হইতে বঙ্গদেশ দিল্লীর সহিত রাজনৈতিক সম্পর্কযুক্ত হয়। নতুবা তখন আর্য্যাবর্তে দিল্লীর মত বহুস্থান ছিল, বঙ্গদেশকে বিশেষভাবে দিল্লীর ছমাহূবত্তী হইবার বিশেষ কোন কারণ ছিল না। এই দিল্লীর অধীনতার ফলে বঙ্গদেশে ভীষণ রাজত্ব-বিভ্রাট হইয়াছিল। দুই চারি বৎসর রাজত্ব করিতে করিতে কোন পাঠান রাজী হঠাৎ যুদ্ধক্ষেত্রে বা গুপ্তশত্রুর অসির আঘাতে দেহত্যাগ করিলে, সিংহাসন লইয়া মারামারি কাটাকাটি হইত। দিল্লী হইতে নিৰ্ব্বাচিত হইতেন একজন, স্থানীয় পাঠানেরা নিৰ্ব্বাচন করিক্ত আর একজন, হয় ত বীরবিক্রমে এক তৃতীয় ব্যক্তি উভয়ের গণ্ডে চপেটাঘাত করিয়া রাজগদি কাড়িয়া লইতেন। মহম্মদ-ই-ৰক্তিয়ার হইতে আরম্ভ করিয়া এই ব্যাপার বহুদিন চলিয়াছিল। পাঠকগণ প্রয়োজন বোধ করিলে বাঙ্গালার ইতিহাসে সে দীর্ঘ রাজতালিকা পাঠ করিতে পারেন। আমাদের তাহার বিশেষ কিছু প্রয়োজন নাই, কারণ গৌড়ে কে রাজা হয় বা না হয়, যশোহর-খুলনায় তাহার খবর পৌছিত না। সেখানে রাজা ছিলেন জুই চারিজন ভূমিভিন্ন ভূম্যধিকারী। ইতিহাসে তাহদের কথা নাই। পাঠানেরা ছিল নবাগত পরদেশীয়। তাহারা তখনও বঙ্গদেশকে আপন দেশ vවදා