পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কার্ভালো ও পারগণের পরিণাম ՎԶo ծ কি হয়, তাছাদের জাহাজগুলি ক্ষতবিক্ষত ও বিনষ্ট প্রায় হইয়াছিল। কার্ভালো দেখিলেন, সে জাহাজ লইয়৷ মগদ্বিগের পুনরাক্রমণ হইতে আত্মরক্ষা কর সম্ভব হইবে না, কিন্তু তিনি যাইবেন কোথায়, তাহা স্থির করিতে পারিলেন না। তাছার পূৰ্ব্বতন প্রভূ কেদার রায় তাহার প্রতি অত্যন্ত বিরক্ত ছিলেন, গত যুদ্ধে তিনি আরাকাণের পক্ষেই সাহায্য করিয়াছেন, তিনি র্তাহাকে আশ্রয় দিবেন কিনা সন্দেহ। তবুও শ্রীপুর অতি নিকটে, এবং সেখানে জাহাজগুলি মেরামত করিবার স্বযোগ হইতে পারে, এই আশায় তিনি শ্রীপুরেই আসিলেন। ইছ। আশ্চর্যের বিষয়, সন্দেহ নাহ। কার্ভালে দ্বীপ পরিত্যাগ করামাত্র দলে দলে ফিরিঙ্গি ও অন্তান্ত খৃষ্টা অধিবাসীর সন্দ্বীপ পরিত্যাগ করিয়া বাকৃল, শ্ৰীপুর ও যশোহর প্রভৃতি নানা স্থানে আশ্রয় লইতে চলিল এবং আরাকাণীরা আসিয়৷ দ্বীপ অধিকার করিয়া লষ্টল। এই সময়ে ফাদার মূনে ( Father Basio Nunes ) ও আরও তিনজন পাথর সন্দ্বীপে একটি গীর্জা নিৰ্ম্মাণ করিতেছিলেন, তাহা পরিত্যাগ করিয়া তাছারাও যশোহরে আসিলেন ; কারণ ঐ স্থানে ভিন্ন অন্ঠ সকল স্থানে তঁহাদের আবাস বিনষ্ট হইয়াছিল । * প্রতাপাদিত্য এখন পৰ্য্যস্তও ফিরিঙ্গি পাদরীদিগের প্রতি কোন অত্যাচার করেন নাই। পূৰ্ব্বেই বলিয়াছ, কেদার রায়ে সেনানী কার্ভালো কর্তৃক সন্দ্বীপ অধিকারের ংবাদ বঙ্গের রাজধানী রাজমহলে পৌছিলে, কেদার রায়ের বিরুদ্ধে যুদ্ধাভিযানের আয়োজন হষ্টতেছিল। মানসিংহ তখন শুধু কেদার রায় নহেন, প্রতাপাদিত্যের বিরুদ্ধেও সৈন্ত-চালনাৰ ব্যবস্থা করিতেছিলেন । কিন্তু আপাতত: সন্দ্বীপ উপলক্ষ্য করিয়া অনতিবিলম্বে শ্ৰীপুর আক্রমণ না করিলে, ভুঞাগণ সম্মিলিত • “The Portuguese with the native converts of the place, therefore, evacuated Sandwip and transported all their possessions to Sripur, Bakla and Chandecan,whereupon the king of Arakan at last became master of it. Carvalho curiously enough stayed with thirty frigates in Sripur which was the seat of Keder Rai. The Jesuit father Blasio Nunes and three others, who had begun building a Church and a residence in Sandwip. abandoned their new ventures and repaired to their residence at Chandican which was the only one left to them, all the others having been destroyed." Portuguese in Bengal ( Campos ) pp.m.a. কেদার রায়ের সহিত কার্ভালোর কোন সম্ভাৰ हिज ना बलिदाई ॐाशब्ल चैनूरब्र stai siostája fsą i sẽ gvề curiously enough’ GIR হইয়াছে।