পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ।

  • ம்ை க

স্বদেশ-প্রেম-হিন্দু পেটুয়ট। বাঙ্গালা সাহিত্য ও নাট্যশাস্ত্রের উন্নতিসাধনই যুবক কালীপ্রসল্পের একমাত্র লক্ষ্য ছিল না। আমরা ধীরভাবে ও সতর্কতার সহিত কালীপ্রসল্পের জীবনের ঘটনাবলীর আলোচনা করিয়া এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে, তাহার চরিত্রের সর্বপ্রধান গুণ গভীর স্বদেশপ্রেম। স্বদেশের সর্বাঙ্গীন উন্নতিকল্পে যথাসাধ্য চেষ্টার উপরই তাহার মহত্ত্ব ও গৌরব প্রতিষ্ঠিত। জাতীয়-ভাব-সংরক্ষণ, জাতীয় সাহিত্যের উন্নতি, জাতীয় নাট্যকলার পুষ্টিসাধন, জাতীর ধৰ্ম্মের প্রচার প্রভৃতি দেশের কল্যাণকর সৰ্ব্ববিধ অনুষ্ঠানের জন্য প্রাণপণ যত্নে তাহার গভীর স্বদেশপ্রেমেরই অভিব্যক্তি দেখা যায়। তিনি কেবলমাত্র বঙ্গসাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন না। ইংরাজী বা অন্য কোনও ভাষায় লিখিত দেশোন্নতিবিষয়ক পত্রিকাদি প্রচারের জন্যও তিনি মুক্তহস্তে অর্থসাহায্য করিতে কুষ্ঠিত হইতেন না। সেই জন্যই ১৮৬১ খ্ৰীষ্টাব্দে যখন ইংরাজী ভাষায় স্থপণ্ডিত ও স্থলেখক yশম্ভুচন্দ্র মুখোপাধ্যায় “মুখাৰ্জ্জাজ্ব ম্যাগেজিন” নামক মাসিক পত্রিকা প্রকাশ করিবার সংকল্প করেন, তখন কালীপ্রসন্নই বহুমূল্য স্বদেশ-প্ৰেম ।