পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ye শিবান্ধীর স্বাধীনস্তী-সংগ্রাম কিন্তু ডাহার দলকে এক পদও হঠাইতে পারলেন না। প্রভুভক্ত বাৰী পছু আপন সৈন্তদলের সম্মুখে দাড়াইয় একাদিক্ৰমে নয় ঘণ্টা কাল যুদ্ধ করিয়াছিলেন এবং সৈন্তদের উৎসাহ দিবার জন্য অনর্গল চীৎকার করিয়াছিলেন । শত শত মাওয়ালী সৈন্য এই যুদ্ধে প্রাণ মিল ; শেষটা দেহের লর্যাঙ্গে আহত হইয়া বাঙ্গী পছুও প্রাণ দিলেন। কিন্তু তিনি মৃত্যুর সময় শুনিয়া গেলেন যে, শিবাজী বিশালগড় দুর্গে নিরাপদে পৌঁছিয়াছেন। বাকী *फूझ अनांशांश रौद्ररु-शांश अशहाप्ठेश इंटिशश्न निदा জ্যোতিতে আজও ক্ষোদিত আছে, বুক অনন্তু কাল থাকিবে। কীক থার্শ্বপলির যুদ্ধের সতি গজপুরের গিরি-গন্ধটের যুদ্ধg জগতের স্মৃতি-দেউলে চিরস্কাগ্রত হইয় রহিয়াছে। সালাবং বিশালগড়ের দিকে অগ্রসর হইতে সাহস করিলেন না; তিনি মাঝ রাস্তায় ভাবু ফেলিয়া ইতিকর্তব্যতা চিন্ত৷ করিতে লাগিলেন। অবশেষে সন্ধি সুলতান আলি আদিলু নিজেই যুদ্ধক্ষেত্রে আসিয়া দেখা দিলেন। কোলাপুরের সন্নিকটে পানান্না ও পবনগড় প্রথমেই র্তাহার হাতে আসিল । তাহা ছাড়া ঐ অঞ্চলের কয়েকটি ক্ষুদ্র দুর্গের অধ্যক্ষর মুলতানের নিকট একে একে আত্ম-সমৰ্পণ করিল। ওয়ারী জেলার দেশমুখগণও র্তাহাকে সৈন্ত ও অর্থ দিয়া সাহায্য করিতে প্রতিশ্রুত হইলেন। কিন্তু বর্ষার জন্ত মুলতান কিছুকাল নিশে8 হইয় রছিলেন । ওদিকে শিবাজী কানা-দুর্গ হইতে বাহির হইয়া প্রথমেই