পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br মুর্শিদাবাদের ইতিহাস। হওয়ায় ও কতকগুলি ইতরশ্রেণীর লোকের প্রতি অযথা ক্ষমতা প্রদান করায় তাহার রাজ্যমধ্যে ঘোরতর বিশৃঙ্খল উপস্থিত হয়। ক্রমে জুলফকরও র্তাহার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হইয় উঠেন। এই সময়ে জাহান্দরের প্রতিদ্বন্দ্বী, আজিম ওশ্বানের দ্বিতীয় পুত্র ফরখ, সের সিংহাসনলাভেরআশায় বাঙ্গলা হইতে আসিয়া উপস্থিত হন । ষে সময়ে আজিম ওখান তাহার পিতার সাম্রাজ্যপ্রাপ্তির সাহায্য করিতে বাঙ্গলা হইতে যাত্রা করেন, সেই সময়ে ফরখ, সেরের উপর তিনি বাঙ্গলাশাসনের ভার অর্পণ করিয়া আসেন। ফয়থ সের এক্ষণে পিতার দুরবস্থা জ্ঞাত হইয় সিংহাসনলাভের জন্ত সৈয়দ আবদুল্লা খা, হোসেন খা নামক দুই ভ্রাতার নিকট সাহায্যপ্রার্থী হন । সৈয়দদ্বয় প্রথমতঃ আজিম সাহের অধীনে ংসার সহিত কাৰ্য্য করিয়া আজিম ওখানের নিকট কৰ্ম্মপ্রার্থী হওয়ায় আজিম ওস্বান এক জনকে প্রয়াগের ও অপরকে বিহারের শাসনকৰ্ত্ত নিযুক্ত করিয়াছিলেন। এক্ষণে র্তাহারা ফরখ সেরকে সঙ্গে লইয়া জাহান্দরের বিরুদ্ধে অগ্রসর হইলেন । এ দিকে জাহান্দর র্তাহার এক কৰ্ম্মচারীর সহিত স্বীয় পুত্র এজুদ্দীনকে প্রেরণ করিলেন। কোড়া প্রদেশের কেজবা নামক স্থানে উভয় পক্ষ পরস্পরের সন্মুখীন হইলে এজুদ্দীন রণক্ষেত্র হইতে পলায়ন করেন। ফরখ সের সৈয়দদিগের পরামর্শক্রমে তথার কিছু দিন অপেক্ষা করিতে বাধ্য হন। জাহান্দর নিজের জীবন ও সাম্রাজ্যরক্ষার নিমিত্ত জুলফকরের সমভিব্যাহারে আগরায় উপস্থিত হইলেন। ফরখ, সেরও সসৈন্তে নদীর অপর পারে পৌঁছিয়া রাত্রিষোগে সহসা সম্রাটসৈম্ভ আক্রমণ করিলেন। জুলফকর সাধ্যানুসারে নিজের পারদর্শিত প্রদর্শনে ক্রটি করেন নাই, কিন্তু