পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । 8৯৯ প্রভৃতি ৭৩ পরগণা অবস্থিত ছিল। তাহার জমার পরিমাণ ৫,৯৪, ৮৪৬ টাকা । - চাকলা মুর্শিদাবাদ ও চাকলা বৰ্দ্ধমান ব্যাপিয়া এই বৃহৎ মুসন্মান জমীদারী বিস্তৃত ছিল । বাঙ্গলার সমস্ত g মুসন্মান জমীদারীর মধ্যে বীরভূমই বৃহত্তম বীরভূম। ও সর্বপ্রধান। বীরভূম জমীদারী হইতে রেশম, লাক্ষা, ধান্ত, ইক্ষু প্রভৃতি উৎপন্ন হইত। নগর ও ইলামবাজার ইহার প্রধান স্থান ছিল । খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর শেষ ভাগে যৎকালে বাঙ্গলায় পাঠানপ্রাধান্তের একেবারে বিলোপসাধন হয় নাই, অথচ তাহদের ক্ষমতা ক্রমশঃ খৰ্ব্ব হইতেছিল, সেই সময়ে আসাদুল্লা ও জোনাদ খা নামে ভ্রাতৃদ্বয় বীরভূমের হিন্দু রাজার অধীনে সামান্ত রূপ কৰ্ম্ম গ্রহণ করিয়া ক্রমে ক্রমে বীরভূম জমীদারী হস্তগত করেন। সেই সময় নগর বা রাজনগর বীরভূমের রাজধানী ছিল। জোনাদ খার পুত্র বাহাদুর বা রণমস্ত খাঁ বীরভূম জমীদারী প্রাপ্ত হইয়া মোগল বাদসাহের অধীনে ঋরিখণ্ড প্রভৃতি সীমান্ত প্রদেশের রাজাদিগের আক্রমণ হইতে বঙ্গরাজ্যকে রক্ষা করার জন্ত আদিষ্ট হন, এবং সৈন্ত প্রভৃতি রক্ষার জন্য বীরভূম প্রদেশ এক রূপ জায়গীরস্বরূপে লাভ করেন। সেইজন্ত র্তাহাদিগকে বীরভূম জমীদারীর অতি সামান্ত মাত্র কর প্রদান করিতে হইত। রণমস্ত খার পৌত্র আসাদুল্লা খ অত্যন্ত সাধু ও ধাৰ্ম্মিক ছিলেন। তাহারই সহিত মুর্শিদকুলী খ। প্রথমে বীরভূমের বন্দোবস্ত করেন। আসাদুল্লার পুত্র বদ্য-উল-জমন খার সহিত ইহার নূতন বন্দোবস্ত হয়। বীরভূম জমীদারীতে চাকলা মুর্শিদাবাদের আকবরসাহী, কিসমৎ বাৰ্ব্বাক সিং, ভুরকুণ্ড, স্বরূপসিংহ, মল্লেশ্বর, ও চাকলা বৰ্দ্ধমানের বীরভূম, সেনভূম প্রভৃতি পরগণ