পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q、● মুর্শিদাবাদের ইতিহাস । স্থির হয়। (৩) পূর্ণিয়ার ফৌজদারী ; কুলী খাঁ ও মুজ খাঁর সময়ে সৈফ খাঁ পূর্ণিয়ার ফৌজদার নিযুক্ত ছিলেন। পূর্ণিয়ার অধিকাংশই এই জায়গীরের জন্ত নির্দিষ্ট হইয়াছিল। রকমী জমায় ২,৭০,২৮০ লিখিত থাকিলেও কুলী খাঁও মুজ খণর বন্দোবস্তে ৯ পরগণায় ১,৮০, ১৬৬ টাকা ধাৰ্য্য হয়। (৪) ঘোড়াঘাটের ফৌজদারী ; ইহা ফৌজদার মনসুর খাঁর জন্য নির্দিষ্ট ছিল। এই জায়গীরকে রঙ্গপুরের মধ্যেই অবস্থিত দেখা যায়। তিন পরগণায় ১৬,৬৬৬ টাকা জমা বন্দোবস্ত হয়। (৫) রাজমহল ও তিলিয়াগড়ীর ফৌজদারী; সুজা খাঁর সময়ে আলিবর্দী খ উক্ত পদে নিযুক্ত ছিলেন। উক্ত জায়গীরের ৪ পর গণায় ১৬,৬৬৬ টাকা জমা নির্দিষ্ট হয়। সমগ্র জায়গীর ফৌজদারা ৭৫ পরগণায় ৪,৯২,৮es টাকা জমা বনোবস্ত হয় । ২১জন ভিন্ন ভিন্ন সেনানীর জন্য জায়গীর মনসবদারানের @ উৎপত্তি হয়। এই মনসবদারগণ সাধারণতঃ মনসবদারান। পঞ্চশতী আখ্যায় অভিহিত হইতেন। ইহাদিগকে কতকগুলি সৈন্ত রক্ষা করিতে হইত, নাজিমের প্রয়োজন হইলে ইহারা সসৈন্তে তাহার আদেশ প্রতিপালনার্থে উপস্থিত হইতেন। এই জন্ত ইহাদের বৃত্তিস্বরূপ উক্ত জায়গীর নির্দিষ্ট হয়। এই জায়গীর সাধারণতঃ শীলহাট, ঢাকা, হিজলী ও রাজমহালের মধ্যে অবস্থিত ছিল। ২৪ পরগণায় ১,১০,৮৫২ টাকা জমা ধাৰ্য্য হয় । চারি জন সীমান্ত প্রদেশের জমীদারদিগকে জায়গীর জমীদারান Úo প্রদান করা হয় । ত্রিপুর, মুচব, স্বসঙ্গ ও জমীদায়ান । তিলিয়াগডটা স্বারের জমীদারেরাই উক্ত জায়গীর প্রাপ্ত হইয়াছিলেন। তাহারা আপনাপন জমীদারীর মধ্যেই জায়গীর