পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৯৬ : মুর্শিদাবাদের ইতিহাস । হইতে বলিলেন। সরফরাজের পক্ষে গাওস খ ও সরফ উদ্দীন সেনাপতি এবং গজনফর খাঁ, হোসেন খাঁ মহম্মদ তকীর পুত্র হাসেন মহম্মদ, মীর মহম্মদ বাকর র্থ, মির্জামহম্মদ ইরাজ খ, মীর কামেল, মীর গদাই, মীর হায়দর খাঁ, মীর দেলার আলি, বিজয় সিংহ, রাজা গন্ধৰ্ব্ব সিংহ, পঞ্চু ফিরিঙ্গী, শীলহাটের ফৌজদার সমসের খাঁ, হুগলীর ফৌজদার সুজাকুলী খ, মীর হাবীব, মর্দান আলি খ ও কাহারও কাহারও মতে মুর্শিদকুলী খাঁ প্রভৃতি যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন। নবাব রাজধানী হইতে যাত্রার সময় স্বীয় পুত্র হাফেজ উল্লা বা মির্জা আমানীকে ফৌজদার ইয়াসিন খার সহিত কেল্লারক্ষার ভার প্রদান করিয়া আসেন। আলিবর্দীর পক্ষে মস্তাফা খা, সমসের খাঁ, সর্দার খাঁ ওমার খাঁ, রহিম খাঁ, করিম খ, সরন্দাজ খাঁ, সেখ মহম্মদ মাসুম, সেথ জাহাইয়ার র্থ, মহম্মদ জলফখর খী, ছেদন হাজারী বক্তার সিংহ ও নন্দলাল প্রভৃতি সেনাপতিগণের উল্লেখ দেখা যায়। আলিবন্দী আপন সৈন্তদিগকে তিন ভাগে বিভক্ত করিয়া র্তাহীর বিশ্বস্ত হিন্দু কৰ্ম্মচারী নন্দলালের উপর এক দলের ভার অর্পণ করিয়া, তাহার হস্তে আপনার পতাকা প্রদান করিলেন । নদীর যে পারে তাহাদের শিবির সন্নিবেশিত ছিল, নন্দলাল সেই পার হইতে মহম্মদ গাওস খার সহিত যুদ্ধ করিতে আদিষ্ট হইলেন। অপর দুই দলের সহিত তিনি নদী পার হইয় তাহার এক ভাগকে সরফরাজ খার সৈন্যগণের পশ্চাতে যাইতে আদেশ করিলেন। তাহারা সম্মুখের ভাগকে যুদ্ধে প্রবৃত্ত দেখিলে, অমনি পশ্চাদিক হইতে সরফরাজ খাকে আক্রমণ করিবে বলিয়া আদিষ্ট হয় । তাহারা রাত্রি প্রায় ১টার সময় ঘোর