পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS SeeeSAASAASAASAA AAAA SAAAAA AAAAS S ভিক্টর হুগোর কথা

  1. * *

ফরাসী পরিষদের সহিত ভিক্টর হুগোর প্রথম পরিচয়, অর্থাৎ যশস্বী হইবার স্বচন, বড়ই কৌতুকাবহ ও চিত্তাকর্ষক। ১৮১৭ সালের পরিষদের পুরস্কার-কাব্যের বিষয় ছিল—“জীবনের সর্বাবস্থায় অধ্যয়নলভ্য মুখ।” ভিক্টরের বয়স তখন সবে পনর বৎসর ও তখন তিনি বিদ্যালয়ের ছাত্র। কিন্তু প্রতিভা চিরকালই আত্মপ্রত্যর-সম্পন্ন ও আত্ম-নির্ভরশীল। ভিক্টর মনে করিলেন, এই প্রতিযোগিতায় একবার চেষ্টা করিয়া দেখিলে হয় না? যেমন সঙ্কল্প, সঙ্গে সঙ্গেই তাহার কার্য্যে পরিণতি। তিনি প্রস্তাবিত বিষয়ে তিন শত বিংশতি ছত্র সমন্বিত খণ্ড-কাব্য লিথিয় প্রস্তুত করিলেন । প্রতিযোগিতার জন্ত কাব্য ত লেখা হইল, क्ख् ि७क भश नक खे*श्ऊि । ब्रफ़नाः পরিষদের সম্পাদকের হস্তে দিবীর উপায় কি ? ভিক্টয় তাহার এই সঙ্কল্পের কথা কাহাকেও বলেন নাই—তাহার মাতাকেও না, তাছার অগ্রজ ইউজিনকেও না। লর্ড বাইরন লিখিয়াছেন—“একদিন প্রাতে শয্যা ত্যাগ করিয়া উঠিয়া অকস্মাৎ দেখিলাম, আমি বশ্বৰী হইয়া *?प्राश् ि” डिछेब्र शश्न cबाष इत्र रूउकल्ले এইরূপ অতর্কিত ভাবে সহসা বশস্বী হুইবার মানস করিয়াছিলেন। র্তাহীর অভিপ্রায় এইরূপ ছিল যে, যদি সফলোদ্যন হই, তাহা হইলে অকস্মাৎ অপ্রত্যাশিত ভাবে যশস্বী হইয়া সকলকে চমকিত করিয়া দিব ; আর, যাহা অধিকতর সম্ভব, যদি বিফলমনোরথ হই, তাহা হইলেও এই প্রতিযোগিতার কথা কেহই জানিবে না বলিয়া কাহারও কাছে মাথা হেঁট হইবে না। রাহা হউক, ভিক্টর ভাবিয়া চিন্তিয় কুলকিনারা দেখিতে পাইলেন না । ছাত্রাবালে অবস্থানকারী ছাত্রের বিবারে বাহিরে যাইতে পারিত বটে, কিন্তু পরিষদের সম্পাদকের অফিস সে দিন বন্ধ। ভদ্ব্যতীত, কবিতা-রচনা সমাপ্ত হইল এক সোমবারে ; তাহার পর্বত্তী বৃহস্পতিবার প্রতিষোগিতার রচনা গ্রহণের শেষ দিন। অগত্য তিনি র্তাহার বন্ধু বিস্কারাকে সব কথা খুলিয়া বলিলেন । বিস্কার প্রথমতঃ যেন আকাশ হইতে পড়িল—পনর বৎসরের বালক ফরাণীপরিষদের পুরস্কার-রচনায় প্রতিযোগিতা করিতে সাহস করে ! কি অভাবনীয় কথা ! এমন অসম্ভবও কি সম্ভব । তার পর ভtহার অfঙপ্রিয় নবীন বন্ধুর অভাবনীয় ও দুঃসাহসিক উদ্যমে সে মুগ্ধ ও আনন্মে অধীর