পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সশীলা না পিপলা ? ఫిశిషి अरण्भ ८छान्न विट्झ इब्र, ७ कथा छूहे बनिन छ ?-अरेनक नय८ग्नझे घरब्र ७ कथा याबब्रा বলাবালু করেছি।" . आशि दजिलाय, “खििन दर्शक, भा ।” “७ी विष८ग्न ८ठाब्र रकानé अभङ cनर्दे ठ ?” “श्राभाद्र भद्याघ८छन्न छरना श्रान्न कि माटक वानरइ भा ?--टूबि, याबा शा दणत्व, आधि তাই করতেই প্রস্তুত আছি।” মা আমার গায়ে হাত বলাইয়া বলিলেন, “সে ত জানি, তুই আমার লক্ষী ছেলে । আচ্ছা বেশ, তবে আর একটা কথা জিজ্ঞাসা করি। ওদের বাপ একটির পার শিখর করেছেন। একটি তাকে, একটি তোকে দিতে চান। সশীলা পিগলো দুজনের মধ্যে কাকে তোর পছন্দ বল দেখি ?” काशळक आधाब्र शइन्म, ठाश आभि भन्न भरन ठेिक कब्रिब्राहे ब्राषिग्नाइलाभ । उद, মা কি বলেন শনিবার জন্য জিজ্ঞাসা করিলাম—“যমজ বোন ওরা, দেখতে ত দজেনাই সমান—তোমার কাকে পছন্দ, তাই বল।” মা বলিলেন, “শধ্যে যে দেখতে দুজনেই সমান, তাই নয়। দু'জনেরই মেজাজ, মতিগতিও সমান। আমি ত বাবা জন্মাবধি ওদেব দেখছি—দোষে গণে দুজনাই ঠিক একই রকমের। তবে, যেন মনে হয়, ওরই মধ্যে পিপলা একটা অভিমানী। দুজনেই অভিমানী, তবে পিপলা যেন একট বেশী।” আমি পর্বে হইতেই মনে মনে স্থির করিয়া রাখিয়াছিলাম, যদি ওদেরই কাহাকেও বিবাহ করিতে হয়, তবে আমি সশীলাকেই বিবাহ করিব। ছেলেবেলায় সে-ই আমার কামড়াইয়া দিয়াছিল—তাহারই দাঁতের চিহ্ন এখনও আমার পায়ের গোছে বৰ্ত্তমান; সতরাং এক হিসাবে সে নিজস্ব বলিয়া আমায় চিহ্নিত করিয়া রাখিয়াছে। তাছার পর, এই কামড়ানো অপরাধের জন্য পাছে তাহাকে বিবাহ করতে না চাই, এই জন্য ৫ বৎসরের সশীলার সেই ব্যাকুলতা, সেই কন্না, এত দিনেও আমি ভুলিতে পারি নাই—তাহার সেই কাঁচ করণে মুখচ্ছবি আমাব অন্তরে মাদ্রিত হইয়া রহিয়াছে। আর একটা কথা তাহারও. নামের আদ্যক্ষর “সম", আমারও নামের তাই, সেই জন্য আমি মনে করিতাম বিধাতা বুঝি সশীলাকেই আমার জন্য নিদিষ্ট করিয়া রাখিয়াছেন। তাই মাকে বলিলাম, “ও অভিমানী-টভমানী দরকার কি, মা, তার চেয়ে সশীলাই ভাল।” মা বলিলেন, “বেশ—তাই হবে।” সশীলাকে আমি মনোনীত করায় পিপলা হইল খালি। পারপক্ষ যথাদিনে পিপলোকে আসিয়া দেখিয়া গেল। বিবাহের দিন স্থির হইয়। কাকীমা উভয় কন্যার বিবাহ এক দিনেই দিবার অভিপ্রায় প্রকাশ করিয়াছিলেন। তাহাই হইল। পিপলোকে যিনি বিবাহ করিলেন, তিনি আমার চেয়ে বছর দই বয়সে বড়–নাম সরোজনাথ। পাটনায় তাঁহার পিতা জজ আদালতের সেরেস্তাদার—এন্ট্রান্স পাশ করবার পর তিনিও পিতার আপিসে চাকরী পাইয়াছেন। नदशौलान्न रञ्जष्ठा ८मण इथेटष्ठ आनिम्नाइटणन, ठिान आभाग्न नदणौला मान-कब्रिटजन; কাকা মহাশয় সরোজকে পিপলা দান করিলেন। কন্যাদানের আসন ও ছদনাতলা দুইটি