পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরদিন বিপ্রহরে স্কুমারী আসিল। প্রমীলার মাতা হিপনটাইজ করিবার বাকখা সম্বন্ধে সকল কথা তাহাকে জানাইলেন। স্কুমারী বলিল, “দেখন, ঈশ্বর যদি মাখ তুলে চান।” ঘণ্টা দই প্রমীলার নিকট থাকিয়া, বিদায় গ্রহণ কলে সকুমারী বলিয়া গেল, “কি হল না হল শোনবার জন্যে আমার প্রাণটা ছটফট করবে মা—কাল বেলা দশটার পর, ওঁর সঙ্গেই আমি বেরব, ওঁকে হাইকোটে নামিয়ে দিয়ে সেই গাড়ীতেই এখানে চলে আসবো ।” আসবে বইকি মাI"—বলিযা গহিণী সঙ্কুমারীকে বিদায় দিলেন। যথাসময়ে নবগোপালবাব সাহেবকে লইয়া আসিলেন। সাহেব প্রমীলার শয়নকক্ষে গিয়া একটি চেয়ার নির্বাচিত করিয়া, উহাতেই তাহাকে বসাইলেন। সে কক্ষের মধ্যসালে বিদ্যুৎ-বাতির একটি ঝাড় জনলিতেছিল। সাহেব বলিলেন, “এত বেশী আলোতে ত ঠিক হইবে না। এ আলো নিবাইযা, দুইটি মোমবাতি জালিয়া দিতে বলন।" সাহেবের আদেশ মত কায্য হইল। তারপর তিনি বলিলেন, “আপনার স্ত্রী এবং আপনি ভিন্ন এ কক্ষে অপব কেহ থাকিতে পাইবে না। সমস্ত দয়ার জানালা বন্ধ কবিযা দিন, বাহিরের কোনও শব্দ এখানে না আসিতে পাবে। আপনারা দুজনে কন্যাব পশ্চাতে দাঁড়াইয়া থাকুন। আমি পাস দিতে আবভ কবি।” এ আদেশও সম্পন্ন হইল। তারপব সেই ক্ষীণ আলোকে সাহেব নিজ প্রক্লিয়া আরম্ভ করিলেন। কিয়ৎক্ষণ পাস দিবাব পর, প্রমীলার চক্ষ মাদ্রিত হইল, মাথাটি চেয়ারের পিঠে ঢলিয়া পড়িল । সাহেব মাঝে মাঝে সুগম্ভীব অথচ মদ বরে বলিতে লাগিলেন--Sleep—sl—eep— Dee—p sl—eep ! . প্রায় ১৫ মিনিট কাল এইরুপ প্রক্রিয়া চলিলে পর, সাহেব নিরস্ত হইলেন। নবগোপালবাবর পানে চাহিয়া বলিলেন—“আপনার কন্যা, গভীর হিপ'নটিক নিদ্রায় অভিভূত। এইবাব আমি ইহাকে প্রশন করি ?” নবগোপালবাব শিরশচালনে সম্মতি জানাইলেন। সাহেব, ইংরাজি ভাষায়, গভীর সবরে জিজ্ঞাসা করিলেন, “কন্যে, তোমার নাম কি ?” প্রমীলার পিতামাতা দর দর হৃদয়ে প্রতীক্ষায় রহিলেন। আহা!—এতদিন পরে আবার কি তাঁহারা আদরিণী কন্যাব কণ্ঠস্তবব শ্রবণে কণ জড়াইবেন ? প্রমীলা কিন্তু নিরক্তব। প্রায এক মিনিট কাল অপেক্ষা করিযা, এবার গভীর সবরে বলিলেন, “কন্যে, তোমার নাম কি বল। আমার আদেশ । তোমায় বলিতেই হইবে।” অতি ক্ষীণলবে উত্তর হইল—“প্রমীলা-চাটাডিজ"।” • সেই ক্ষীণস্বর, প্রমীলার পিতা-মাতার কণে যেন মধ্যসিঞ্চন করিল, তাঁহাদের হৃদয়ে আবাব নব আশা জাগরিত হইয়া উঠিল। স হেব প্রশ্ন কবিলেন, “স্বাভাবিক অবস্থায়, যখন তুমি জাগিয়া থাক, তখন কথা কহ না কেন ?" ইংরাজি ভাষায়, ক্ষীণস্বরে অতি ধীরে ধীরে উত্তর হইল—“আমি টাইফয়েড জনরে —ভুগিয়াছিলাম, সেই অবধি—বাকশক্তি হারাইযাছি।” সাহেব। সে টাইফয়েড জনরে তোমার বাকশক্তি কি একেবারে ধবংস হইয়া গিয়াছে ? প্রমীলা। না—ধ্বংস হয় নাই। জগতে—কিছুই—ধ্বংস হয় না। বাকশক্তি আছে, —তবে তাহা-চাপা পড়িয়া-গিযাছে—আমি আর—তাহাকে-খ জিয়া পাই না। সাহেব। কিসে চাপা পড়িয়াছে ?