পাতা:দশকুমার.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০২ দশকুমার আর কিছু দিন সহ করিয়া থাকুন। আমি যাহাতে নিঃশঙ্কচিণ্ডে অন্তঃপুর মধ্যে বাস করিতে পারি, এমন কোন উপায় করিয়। আসিতেছি। এই বলিয়। তথা হইতে সেই বৃদ্ধ ব্রাহ্মণের নিকট গমন করিলাম । তিনি আমাকে সতিশয় সম্বদ্ধনা করিয়া অগমনের কারণ জিজ্ঞাসা করিলেন । শ্রাবস্তী নগরের রাজা ধৰ্ম্মবৰ্দ্ধনের কন্যা নবমীলিকার সহিত যে রূপে সাক্ষাৎ হইয়াছিল, আমি বৃদ্ধ ব্রাহ্মণের নিকট তৎসমদয় আদ্যোপান্ত বর্ণন করিয়া বলিলাম মহাশয় । সেই সুকুমারী রাজকুমারীর দর্শন-দিনবিধি পঞ্চশর-শরপ্রহারে অমর হৃদয় জর্জরিত হইতেছে । তাহার সহচরীর মুখে শুনিলাম রাজকুমারীও আমার ন্যায় মদন বাণে দগ্ধ হইতেছেন । এক্ষণে আপনি যদি কিঞ্চিৎ অনুগ্রহ করেন, তাহ হইলে নবমালিকার বদন সুধাকর নিরন্তর দর্শন করিয়া, তাপিত হৃদয় শীতল করিতে পারি। ব্রাহ্মণ বলিলেন সখে ! কি উপায় করিলে তোনার অভীষ্ট সিদ্ধ হয়, বল, অামি অবিলম্বেই করিব, অঙ্গীকার করিতেছি । তখন আমি বলিল ম আমি স্ত্রীবেশ ধারণ করি । আপনি আমাকে সঙ্গে লইয়া রাজা ধৰ্ম্মবৰ্দ্ধনের সভায় উপস্তিত হইয়। বলুন “ মহারাজ ! আমার এই এক মাত্র কন্য। জীতমত্রেই ইহার জননী পরলোক প্রস্থান করিয়াছেন । আমি ইহাকে প্রতি. পালন করিয়াছি। এক ব্রাহ্মণতনয় ইহার পাণি গ্রহণ ভিলাষী হইয়া আমার নিকট আসিয়াছিলেন । আমি তাহাকে সংকুলেtস্তব জানিতে পারিয়া বলিলাম বংস ! তুমি অগ্ৰে উত্তমরূপ বিদ্য। শিক্ষা কর, কৃতবিদ হইয়। অসিলে তোমাকে কন্য দান করিব প্রতিজ্ঞ করিতেছি । মহারাজ ! সেই ব্রাহ্মণতনয় আমার এই কথায় বিদ্যার্থী হইয়1উজ্জয়িনী নগর গমন করিয়াছেন । অদ্যাপি আসিলেন না । এই কন্যাও বয়স্থ হইয়াছেন। একবার এক পত্রে বাদগান করিয়া পত্রিান্তরে কনা দান কর। নিতান্ত অকৰ্ত্তৰ । এই বিবেচনা করিয়া অামি মানস করিয়াছি, স্বয়ং উজ্জয়িনী গমন করিয়া জামাতাকে আ নয়ন করিব । কিন্তু আমার আর কেহ