পাতা:দশকুমার.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রমতি চরিত। X o X বারম্বার আমাকে নিরীক্ষণ করিতেছে, অবশ্যই ইহার কেন নিগূঢ় কারণ থাকিবে । অনন্তর যুবতীকে উপবেশন করিতে বলিলাম। সে, যে অণজ্ঞ বলিয়া সহাস্য বদনে আমার সন্নিধানে বসিয়া বলিল মহাশয় । আপনি বিদেশীয় লোক, সম্প্রতি এদেশে অসিয়াছেন । আপনাকে অত্যন্ত পথশ্রান্ত দেখিতেছি । যদি কোন বাধা নাথাকে অদ্য আমার গৃহে অবস্থিতি করিয়া অনুগ্রহ প্রকাশ করুন। আমি তাহার বাক্যে সন্তুষ্ট হইয়া তাহার সমভিব্যাহারে তাহার ভবনে গমন করিলাম। অনন্তর সুনি ভোজন করিয়া সুখোপবিষ্ট হইয়াছি, সে আমাকে জিজ্ঞাসা করিল মহাশয় । আপনি নানা দেশ পর্যটন করিয়াছেন, কোন স্থানে কোন অণশ্চর্য দর্শন করিয়াছেন কি না ? তাহার এইরূপ জিজ্ঞাসায় আমার মনে মনে অণশ জন্মিল । ভাবিলাম “ এই যুবতী রাজবালিকা নবমালিকার সখী। এই চিত্রপটে রাজকন্যার সেই অপুৰ্ব্ব চন্দ্ৰাতপ শোভিত গৃহ, সেই শুভ কোমল শয়ন তল, এবং তদুপরি নিদ্রিত অামারি আকৃতি,চিত্রিত দুষ্ট হইতেছে। বোধ হয় মদনদেব রাজদুহিতাকে আমার জন্য নিতান্ত কাতর ও একান্ত অধীর করিয়া থাকিবেন । তিনি আপন চিত্ত বিনোদনের নিমিত্তই আমার এই ছবি লিখিয়াছেন । এই যুবতী অামাকে চিত্রিত পুরুষের সদৃশ দেখিয়া সংশয় প্রযুক্তই আমাকে এইরূপ জিজ্ঞাস করিল। ইহার সংশয় দূর করা আবশ্যক , । আমি এইরূপ চিন্তা করিয়া বলিলাম ভদ্রে । চিত্রপটখানি একবার আমাকে দাও । সে তৎক্ষণাৎ আমার হস্তে অপর্ণ করিল। আমি তাহার এক পার্শ্বে সেই প্রিয়তমাকে, আমার সহিত এক শয্যায় শয়ন করিয়া রহিয়াছেন, চিত্রিত করিলাম । চিত্র দেখিয়া যুবতী আমাকে জিজ্ঞাস করিল আপনি এরূপ রূপবতী রমণী কোথায় দেখিয়াছেন ? আমি তাহার নিকট সমুদয় বৃত্তান্ত বলিলাম। সে তাহ শুনিয়া, আপন সখী নবমালিকার বিরহাবস্থা সবিস্তর বর্ণন করিল। তখন আমি বলিলাম ভদ্রে ? যদি তোমার প্রিয়সখী আমার নিমিত্তই এইরূপ বিরহকাতর হইয় থাকেন,