বিষয়বস্তুতে চলুন

পাতা:ভূগোল বিবরণ - দ্বিতীয় ভাগ (তারিণীচরণ চট্টোপাধ্যায়).pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ > २७ ] হইয়া আপন আপন প্রজা ও রাজস্ব সম্পৰ্কীয় যাবতীয় বিষয় নিষ্পন্ন করে। অবশিষ্ট সমুদায় বিষয়ে ডায়টের আজ্ঞামত চলিতে হয় । বাস্তবিক ডায়ট সক্ত সম্রাট স্বরূপ ; আর মিলিত রাজ্যগুলি সেই সম্রাটের অধীন স্ব স্ব প্রধান সামন্ত রাজ্যের ন্যায়। ইহার কেবল আত্মসম্পৰ্কীয় বিষয় সকলে আপন আপন মতামূযায়ী কাৰ্য্য করিতে পারে, আত্মসীমাবহির্গত কোন বিষয়ে ডায়টের অমতে হস্তক্ষেপ করিতে পারে না । সেই সকল বিষয়ে ডায়টের সম্পূর্ণ প্রভুত। সম্মিলিত রাজ্য সকলের মধ্যে কতকগুলি রাজ্যের রাজাদিগের সমগ্র অধিকার জমির অন্তৰ্ৱতী নহে, মুতরাং সমুদার অধিকার ডায়টেরও অধীন নয়। কিন্তু জৰ্ম্মনিতে তাহদের যে সকল অধিকার আছে সেই সকল অধিকারের রাজা বলিয়া তাহারা জৰ্ম্মনির রাজাবলীর মধ্যে গণিত ও ডায়টে প্রতিনিধি পাঠাইবার যোগ্য । জৰ্ম্মনির সীমার বাস্তিরে তাহাদের যে সকল অধিকার আছে জৰ্ম্মনিক ডায়টের সহিত সেই সকল অধিকারের কোন সংস্রব নাই । ডেন্মাক,হলণ্ড,অস্ত্রিয়া ও প্রসিয়ার অধিপতির এইরূপে জৰ্ম্ম নির রাজবলীর মধ্যে পরিগণিত । এই চারি নরপতির মধ্যে প্রভেদ এই যে, ডেন্ম কি ও হ লগু জৰ্ম্মনির অন্তৰ্ৱৰ্ত্তী নহে, কিন্তু এই দুই দেশের রাজার জর্মানির অন্তর্গত কয়েক স্থাম অধিকার করিয়াছেন ; ডেন্মার্কপতি হলষ্টিন ও লয়েনবৰ্ণ নামক দুইটী প্রদেশ, ও হলগুপতি লক্সেমবর্গ নামক একটা প্রদেশ। অষ্টিয়া ও প্রসিয়া উভয়ই জৰ্ম্মনির অন্তগত কিন্তু এই উভয় দেশের রাজরাই জৰ্ম্মনির সীমা অতিক্রম করিয়া বিদেশে রাজ্য বিস্তার করিয়াছেন । জৰ্ম্মমির অন্তর্গত যে সকল রাজ্য অন্ত্রিয়া ও প্রসিয়ার অধীন অস্ত্রিয় ও প্রসিয়া প্রকরণে তাঙ্কাদের উল্লেখ হইবে ।