পাতা:অবলা প্রবলা.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবল প্রবন্ধ । እግoo বাড়িল, আস্তে ব্যস্তে গৃহে প্রবেশিল । সম্মুখেতে যুবরায়, দরশন করি তায় অভিমানে মান উপজিল 11 নিদ্রায় ৰিভোর মোরে পেয়ে, না দেথিল ধর্ম্ম পানে চেয়ে প্রভাতে একর্ম্ম করা, ঘৃণায় পূরি ল ধরা কেমনে করিল লাজ থেয়ে। আলু থালু হেরি অন্ধলায়, দয়া মায়ান ইলকায় । পুরুষ নি: লজ্জ বড়, সকর্ম্মে দ্বিগুন দুড়, ভাবিতে হইলে হাসি পায় ; এত বলি নীলাম্বর লয়ে ; বদন ঢাকিল হেট হয়ে । চঞ্চল নাগ রায়, সাধিতে নিকটে যায়, শ্রীক লঙ্গিমার দিল কয়ে । অথ মনোমে {{হনরি মান ভুঞ্জন 11 T#x?If a , ": " পঞ্চদ * : *; .# 3 মনোমোহিনীর মন মন ভরে দে{{গল ; নাগর নিকটে আসি সাধিবায়ে লাগিল ; বিনোদি বদন fবধু বাকাইয়া বসনা। বিচ্ছেদ বিষম বিযে প্রাণ গণে পশন। অপরাধ করে থাকি ক্ষমা কয় ললনা। ছল ধরে ছেলে প্রায় কেন কর ছলন ৷ বিরস বদন ত্তয়া দেথিতে না পারি লে। । মনে হয় মনে মনে মরিও লে। মান দণ্ডে দণ্ডিবারে সেঞ্জম ট্রে সে জনা । দোষী বলে নিজ দাসে তেজন লে! তে: জন। অনুগত জন থাকে অনুযোগ তলে লৈ ।