পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ জীবানন্দ। এতেও বাধা দেওয়া উচিত নয় রায়মশায় । ভৈরবীদের হাতে দেবীর বহু সম্পত্তিই বেহাত হয়ে গেছে। এখন সেগুলো হাত-বদল হওয়া দরকার । জনাৰ্দ্দন । ( শুষ্ক হাস্ত করিয়া) তার চেয়ে জার ভালো কথা কি আছে হুজুর। শুনতে পাই সমস্ত গ্রামখানাই একদিন মা-চওঁীর ছিল। এখন কিন্তু— জীবানন্দ । জমিদারের গর্ভে গেছে । তা গেছে । তারও ক্রটি হৰে না রায়মশায়। মন্দিরের দলিল, নক্শা, ম্যাপ প্রভৃতি স্বা-কিছু আছে কলকাতায় এটর্নির বাড়িতে পাঠিয়ে দিয়েচি। কিন্তু আমার একলার সাধ্য কি ? আপনারা এ-কাজে আমার সহায় থাকবেন । জনাৰ্দ্দন। থাকব বই কি হজুৰ! আমরা চিরকাল হজুর সরকারের চাকর বই ত নয় । - [ জনাৰ্দ্দন প্রস্থান করিল। জীবানন্দ সকৌতুক হাসিমুখে তাহার প্রতি দৃষ্টি রাখিয়া ক্ষণকাল নীরবে দাড়াইয় রছিলেন । ] প্রফুল্ল। দাদা কি শেষে একটা লঙ্কাকাও বাধাবেন না কি ? জীবানন্দ । যদি বাধে সে ভাগ্যের কথা প্রফুল্ল । তার জন্তে দেবতাদের একদিন তপস্তা করতে হয়েছিল। প্রফুল্প। দেবতারা পারেন করুন, লঙ্কার বাইরে বসে তপস্যা করায় পুণ্যও আছে, দুশ্চিস্তাও কম। কিন্তু লঙ্কার ভিতরে যারা বাস করে, লঙ্কাকাণ্ডের ব্যাপারে তাদের ভাগ্যকে ঠিক সৌভাগ্য বলা চলে না। এসে পৰ্য্যস্ত গ্রামশুদ্ধ লোকের সঙ্গে বিবাদ করে বেড়ানো আপনার গৌরবেরও নয়, প্রয়োজনও নয়। ইতিমধ্যে নানাপ্রকার কাৰ্য্যই ত করা গেল, এখন ক্ষান্ত দিয়ে চলুন বাড়ি ফিরে যাওয়া যাক। জীবানন । সময় হলেই যাব । প্রফুল্ল । তাই যাবেন । যাই হোক দাদা, আপনার যাবার সময়ের তবু একটা আন্দাজ পাওয়া গেল, কিন্তু আমার যাবার সময় যে কবে আসবে তার কুল-কিনারাও চোখে পড়ে না । [ এককড়ির প্রবেশ ] এককড়ি। মিস্ত্রী দাড়িয়ে আছে। পুলের কাজটা কোথা থেকে আরম্ভ হবে জানতে চায় । জীবানন্দ । চল না প্রফুল্প, একবার মাঠে গিয়ে তাদের কাজটা দেখিয়ে দিয়ে জাসি গে । প্রফুল্প। চলুন।