পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰন্থ বলবার চেষ্টা করেছি, অনেক রকম লোকের সঙ্গে মিশে যা দেখেছি শুনেছিতাই লিখে যাচ্ছি, আমি তা বলতে ভয় করি না। কারণ আগেই বলেছি— একশো বছর পরে হয়তো মনে হবে এই সত্য এ সব বোধ হয় কারো বলবার क्रब्रकांब्र हिल * নিজের সম্বন্ধে অনেক বলে ফেলেছি। সেটা দেখতে তেমন ভাল দেখায় না । আমি যা বলছিলাম, তাই বলব। আজ কাল একটা তর্ক উঠেছে—আমরা দুৰ্নীতি প্রচার করছি, যা খারাপ, মঙ্গ তাই সব লিখছি। রবিবাবুও অনেক গাল-মঙ্গ খেয়েছেন। আমি তার শিল্প, আমিও বড় কম খাইনি। কেবল যুবক সম্প্রদায়ই বোধহয় আমার পৃষ্ঠপোষক। যারা আমার বয়সী, কিংবা আমার চেয়ে প্রবীণ, তার রব তুলেছেন আমি ক্ষতি করছি। আমি এমন জিনিস এনেছি, বা আগে ছিল না, যা নাকি অত্যন্ত নোংরা। অবঙ্গ আমি মনে করি না যে সব সত্যই সাহিত্যে স্থান পতে পারে। অনেক কুংসিত ব্যাপার আছে, যাতে সাহিত্য হয় না। (এ আমি বললুম কারণ এ নইলে অনেকে আমাকে ঠিক বুঝবেন না। ) কিন্তু আমি ষে জিনিসটা দেবার চেষ্টা করেছি সেটা ক্রমাগত সমাজের মধ্যে এসে পড়েছে, আমাদের চোখের উপর চলেছে—সে সমাজের অঙ্গ, তাকে কুৎসিত বলে অস্বীকার করলে চলবে না। তাকে সাহিত্যে স্থান দিতে হবে । আমি পাপীর চিন্ত্র একেছি। হয়তো পাপ তারা করেছেন, তাই বলে খুনী আসামীর মত তাদের ফালি দিতে হবে নাকি ? মাজুষের আত্মার আমি অপমান করতে কখনও পারি না। কোন মানুষকেই নিছক কালো মনে করতে আমার ব্যৰ লাগে । আমি ভাবতে পারিনে যে একটা মানুষ townto on, wfa cofa redeeming feature air off-ow or sixth মধ্যে আছে, তবে হয়তো মনটা কারো মধ্যে বেশী পরিস্ফুট হয়েছে। কিন্তু তাই বলে ঘৃণা তাকে কেন করবো ? অবিপ্তি আমি কখনও বলি না যে, পাপ ভালো। পাপের প্রতি মানুষকে প্রলুব্ধ করতে আমি চাই না। আমি বলি তাদের মধ্যেও তো ভগবানের দেওয়া মানুষের আত্মা রয়েছে। তাকে অপমান করবার আমাদেরও কোন चषिकांब्र नांदे । श्रांत्रेि ७श्वन जिब्रिज श्रानक जभइ डां८ङ्गब्र भाथा ८क़्रशझेि, बां दछ जयां८बन्न ब८षj নেই। মহত্ব জিনিসটা কোথাও বীকে বীকে ৰাকে না । তাকে সন্ধান করে খুঁজে নিতে হয়। মানুষ যখন মহবের সন্ধান করতে ভুলে যাবে তখন সে নিজেকে ছোট করে আনবে। আমি অনেক সময় তাদের মধ্যে যা ভালো, দেখাতে চেয়েছি । কারণ তাকে discard করবার আমাদের right নেই। যেখানে বড় জিনিস আছে ७ांटक गयांन कद्रzउ एव । जांन वशि थ८ब्रांबनैौब शह, थांब्रांत्र जिबिद्गद्र Vel (•