ఫి8 রম! তৃতীয় অঙ্ক রমেশ । কই না? গোপাল । কৰ্ত্ত স্বৰ্গীয় হলেন, শোকে দুঃখে ভাবলাম আর না, এবারে শান্ত হব । কিন্তু হোতে দিলেন । আপনি কিন্তু আমাকে বাধা দিতে পারবেন না ছোটবাবু, আচাহ্যিকে আমি শাস্তি দেবে, দেবে, দেবো। এর প্রতিশোধ নেবে, নেবো, নেবো ! আমি আজই যাচ্চি সদরে। রমেশ । ব্যাপার কি সরকার মশাই ? আপনার মত শাস্তমামুযে এতখানি উতল হযে উঠেচে, কি করলেন আচয্যি মশাই ? গোপাল । কি করলেন ? নেমকহারাম, শয়তান ! তখনি মনে হয়েছিল যাকৃ ওর ভিটে মাটি বিক্ৰী যে আমরা এতে মাথ দেব না । কিন্তু তখনি ভয় হোলো কৰ্ত্ত হয়ত স্বর্গে থেকে দুঃখ পাবেন । জানি ত তার স্বভাব । তাই আপনাকে নিষেধ করতে পারলাম না। রমেশ । তবুও যে কিছুই বুঝলাম ন সরকার মশাই ? গোপাল । সেদিন আপনার আদেশ মত সদরে গিয়ে ওর ডিক্রীর টাকাটা জমা দিয়ে মকদ্দমার সমস্ত ব্যবস্থা স্থির কোরে এলাম, আর আঞ্জ এই মাত্র খবর পেলাম পরশু ভৈরব আচয্যি নিজে গিয়ে দরখাস্ত কোরে মামূলা তুলে নিয়েছে। দেনা স্বীকার করেছে। রমেশ । তার মানে ? গোপাল । তার মানে জমা দেওয়া অতগুলো টাকা আমাদের গেল ; আমাদের মাথায় কাটাল ভেঙে তিন জনে এখন বখরা করে খাবে গোবিন্দ গঙলী, বড়বাবু, আর ও নিজে । শোনেন নি সকাল থেকে আচাব্যি বাড়ীতে রমন-চৌকির সানাইয়ের বাছি ? ঘটা কোরে হবে দৌহিত্রের অন্নপ্রাশন,—ওই টাকায় দেশশুদ্ধ বামুনের দল ফলার কোরে|
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৩
অবয়ব